ওয়ার্ল্ড ইনসাইড

গাজায় প্রবেশের হুঁশিয়ারি ইসরায়েলি সেনাপ্রধানের


প্রকাশ: 22/10/2023


Thumbnail

ইসরায়েলি সেনাপ্রধান গাজায় প্রবেশের হুঁশিয়ারি দিয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর চিফ অব স্টাফ হার্জি হালেভি গত শনিবার (২১ অক্টোবর) সেনাবাহিনীর কমান্ডারদের বলেছেন, শীঘ্রই হামাসকে উৎখাত করতে সামরিক বাহিনী গাজায় অভিযান শুরু করবে।

আইডিএফের গোলানি ব্রিগেডকে দেওয়া এক বক্তব্যে হালেভি জানান, হামাসের সদস্য ও অবকাঠামো ধ্বংসের জন্য আমরা একটি অপারেশনাল ও পেশাদার কাজ শুরু করব।

তিনি বলেন, আইডিএফ যখন গাজায় প্রবেশ করবে, তখন তারা ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে অন্তত ১৪০০ লোককে হত্যা করার সময় ঘটে যাওয়া ছবিগুলো ‘মনে রাখবে’।

তিনি আরও বলেন, গাজা জটিল এবং জনাকীর্ণ কিন্তু আইডিএফ প্রস্তুতি নিচ্ছে।

হালেভি বলেন, আইডিএফের সমস্ত সক্ষমতা এই কৌশলে সেনাদের সাথে থাকবে। সেনা কমান্ডারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সাহসী হোন, দৃঢ় সংকল্পবদ্ধ হোন এবং সৈন্যদের আত্মবিশ্বাস দিন ‘



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭