ইনসাইড গ্রাউন্ড

শামির রেকর্ড গড়া ৫ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ২৭৩


প্রকাশ: 22/10/2023


Thumbnail

টস জিতে ফিল্ডিংয় নিয়ে কিউই ব্যাটারদের শুরু থেকেই দারুণ চাপে ফেলেছিলেন ভারতীয় বোলাররা। ফর্মে থাকা ডেভন কনওয়ে শূন্য রানে আর ইয়ং ১৭ রান করে সাজ ঘরে ফিরলে দারুণ চাপে পড়ে কিউইরা। এরপর রাচিন রবীন্দ্র ও ড্যারেল  মিচেলের ব্যাটে চেপে নিউজিল্যান্ডের স্কোর দাঁড়ায় ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৭৩।

দলের পক্ষে সর্বোচ্চ রান করেন ড্যারেল মিচেল। তিনি ১২৭ বলে ১৩০ রান করে আউট হন ৪৯.৫ ওভারে শামির শিকার হয়ে।

 

শামি বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে নেমেই পাঁচ উইকেট শিকার করেন।

নিউজিল্যান্ডে এবারের বিশ্বকাপের প্রথম পাওয়ার প্লে’তে সর্বনিম্ন রান তোলেন। তারা ২ উইকেট হারিয়ে ৩৪ রান তুলতে সক্ষম হয়েছিলেন।

লক্ষ্য করলেই দেখা যাবে ৪০ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ছিল ৪ উইকেটে ২১৯। স্লগ ওভারে চোখ ধাঁধানো বোলিং করে ৫ উইকেট তুলে নেন শামি। ফলে পুরো ৫০ ওভার খেললেও নিউজিল্যান্ড অলআউট হয়ে গেছে ২৭৩ রানে। অর্থাৎ, জিততে হলে ভারতকে করতে হবে ২৭৪ রান

৬টি উইকেট হাতে নিয়ে শেষ ১০ ওভারে মাত্র ৫৪ রান তুলতে পেরেছে কিউইরা। তবু শেষদিকে ড্যারেল মিচেল কিছুটা রান বাড়িয়েছেন, বাকিরা কিছুই করতে পারেননি।

মোহাম্মদ সিরাজের বলে ডেভন কনওয়ে শূন্য রানেই ক্যাচ দিয়ে ফেরেন। ২৭ বলে ১৭ করা উইল ইয়ংককে বোল্ড করেন মোহাম্মদ শামি।

তবে শুরুর সেই বিপদ দারুণভাবে কাটিয়ে উঠেন রাচিন রাবিন্দ্র আর ড্যারেল মিচেল। ১৫২ বলে ১৫৯ রানের মারকুটে জুটি গড়েন তারা। অবশেষে ৩৪তম ওভারে এই জুটি ভেঙে স্বাগতিক শিবিরে স্বস্তি ফেরালেন মোহাম্মদ শামি।

 

শামির অফকাটারের লোভে পড়ে লংঅনে ছক্কা হাঁকাতে গিয়েছিলেন রাবিন্দ্র। শুভমান গিল নেন সহজ ক্যাচ। ৮৭ বলে ৬ বাউন্ডারি আর ১ ছক্কায় ৭৫ রান করে সাজঘরে ফেরেন রাবিন্দ্র।

 

এরপর টম লাথাম বেশিক্ষণ টিকতে পারেননি। কিউই অধিনায়ককে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন কুলদ্বীপ যাদব। ৭ বলে ৫ করেন লাথাম।

 

তবে দেখেশুনে খেলে ১০০ বলে সেঞ্চুরি তুলে নেন ড্যারেল মিচেল। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি ইনিংস।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭