ওয়ার্ল্ড ইনসাইড

রাস্তা বন্ধ সংক্রান্ত বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোনো আলোচনা হয়নি: মার্কিন দূতাবাস


প্রকাশ: 23/10/2023


Thumbnail

২৮ অক্টোবর রাস্তা বন্ধ করা হবে কিনা বা এ সংক্রান্ত কোনো বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

রোববার (২২ অক্টোবর) রাতে গণামাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানিয়েছে মার্কিন দূতাবাস।

এর আগে বিকেলে সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বৈঠক করেছেন বলে জানা গিয়েছিল। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পিটার হাসের সঙ্গে আলোচনার বিষয় তুলে ধরেন।

তিনি জানান, দুর্গাপূজায় নিরাপত্তাসহ অনেক বিষয়ে রাষ্ট্রদূত কথা বলেছেন। পিটার হাস জানতে চেয়েছেন, ২৮ অক্টোবর বিএনপির কর্মসূচির কারণে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হবে কিনা। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী কী কী বলেছেন, সেটাও সাংবাদিকদের কাছে তুলে ধরেন তিনি।

পরে রাতে মার্কিন দূতাবাস থেকে পাঠানো খুদে বার্তায় বলা হয়েছে, ‘আজ (২২ অক্টোবর) স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতাবাসের বৈঠকে ২৮ অক্টোবর ঢাকায় রাস্তা বন্ধের বিষয়ে কোনো আলোচনা হয়নি।

পিটার হাস শান্তিপূর্ণ বিক্ষোভ এবং রাজনৈতিক প্রক্রিয়ায় বাধাহীনভাবে জনগণের অংশগ্রহণের গুরুত্ব ব্যক্ত করেছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। আগামী শনিবার ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির ‘সমাবেশ’ কে কেন্দ্র করে রাজনৈতিক বাদানুবাদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে যান পিটার হাস।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭