ওয়ার্ল্ড ইনসাইড

গাজায় ইসরায়েলি হামলা বন্ধে হামাসের শীর্ষ নেতা ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা


প্রকাশ: 23/10/2023


Thumbnail

হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান গাজায় ইসরায়েলি হামলা বন্ধে টেলিফোনে আলাপ আলোচনা করেছেন। হামাস বলেছে, তাদের এই আলাপে তারা কীভাবে সমস্ত পদ্ধতি ব্যবহার করে গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করা যায়, তা নিয়েই আলোচনা করেছেন।

টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে হামাস জানিয়েছে, তারা গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী যে আগ্রাসন চলছে সে সম্পর্কিত সর্বশেষ ঘটনাবলী নিয়েও আলোচনা করেছেন।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইসরায়েলের ওপর হামাসের হামলায় তেহরান জড়িত নয়।

মার্কিন কর্মকর্তাদের মতে, এই মুহূর্তে ইসরায়েলে হামলায় ইরানের সরাসরি সম্পৃক্ত থাকার তথ্য নেই। তবে ওয়াশিংটন বিশ্বাস করে যে, ইসরায়েলে হামাসের হামলায় ইরান অনেকটাই জড়িত।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭