ওয়ার্ল্ড ইনসাইড

ভূমিকম্পে কেঁপে উঠলো মিয়ানমার


প্রকাশ: 23/10/2023


Thumbnail

সোমবার (২৩ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় সাগাইং অঞ্চলে এই ভূমিকম্প অনুভূত হয়। চার দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে অনুভূত হয়েছে মিয়ানমারে। উৎপত্তিস্থল ছিল ভারতীয় রাজ্য মনিপুরের রাজধানী ইম্ফাল থেকে ১৬৮ কিলোমিটার দক্ষিণে। তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এ খবরের সত্যতা নিশ্চিত করেছে ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস)।

সংস্থাটি জানিয়েছে, মিয়ানমারে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে চার দশমিক ৩। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৯০ কিলোমিটার গভীরে।

এর আগে  রোববার সকালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে আঘাত হানে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। দেশটির ন্যাশনাল আর্থকোয়াক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টারের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কাঠমান্ডু থেকে ৫৫ কিলোমিটার দূরে ধাদিং জেলায়।

সম্প্রতি দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঘনঘন ভূমিকম্পের প্রবণতা দেখা যাচ্ছে। আফগানিস্তান, নেপাল, ভারতও  বাংলাদেশসহ অন্যান্য দেশগুলোতেও অল্প বিরতিতে ভূমিকম্প অনুভূত হচ্ছে ফলে এ অঞ্চলে একটি বড় ভূমিকম্পের শঙ্কা দেখা দিয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭