ইনসাইড বাংলাদেশ

মহাসমাবেশ ঘিরে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে: মন্ত্রিপরিষদ সচিব


প্রকাশ: 23/10/2023


Thumbnail

আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। 

সোমবার (২৩ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন তথ্য জানিয়েছেন তিনি।


তিনি বলেন, আমাদের তরফ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, জনজীবন যেন ব্যহত না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি। কাদেরকে নির্দেশনা দিয়েছেন, ডিসিদেরকে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, হ্যাঁ।
 
তিনি আরও বলেন, নির্বাচনকালীন সরকার কাঠামো বা ২৮ অক্টোবর নিয়ে মন্ত্রিসভা বৈঠকে কোনো নির্দেশনা দেয়া হয়নি। সভায় ১০ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এদিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একক ব্যক্তি বা পরিবার কোন আর্থিক প্রতিষ্ঠানের ১৫ শতাংশের বেশি শেয়ারের মালিক থাকতে পারবে না। এমন বিধান রেখে ফাইন্যান্স কোম্পানি আইন ২০২৩- এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এছাড়া সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে ক্রয়ের বিধিবিধান আরও অবাধ ও স্বচ্ছ করার জন্য বিশেষ নির্দেশনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য বিধিবিধানে পরিবর্তন আনার নির্দেশনা দিয়েছেন তিনি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭