ইনসাইড গ্রাউন্ড

দ.আফ্রিকার বিপক্ষে খেলার ব্যাপারে যা জানালেন সাকিব


প্রকাশ: 23/10/2023


Thumbnail

বাংলাদেশ দলের প্রধান অস্ত্র সাকিব আল হাসান। বিশ্বকাপের মতো এত বড় মঞ্চে সবচেয়ে বেশি খেলার অভিজ্ঞতা তারই আছে। তার পারফর্মেন্সও নজর কাড়া। অথচ, সেই সাকিব যদি গুরুত্বপূর্ণ ম্যাচে না থাকে দলের ভেতরেওতো স্নায়ুচাপ থাকে।

আগামীকাল (২৪ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর এই ম্যাচে সাকিবকে পাওয়া নিয়ে বেশ কয়েকদিন ধরে আছে শঙ্কা। চেন্নাইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করার সময় বাঁ উঁরুতে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। এরপর কয়েকদিন বিশ্রামের সঙ্গে হালকা অনুশীলনও করেছেন। তবে সবশেষ ভারতের বিপক্ষে ম্যাচে বড় ঝুঁকির শঙ্কায় খেলেননি সাকিব। আগামীকাল (মঙ্গলবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে খেলা নিয়েও ছিল অনিশ্চয়তা।

 

ম্যাচের আগের দিন আজ (সোমবার) মুম্বাইতে সংবাদ সম্মেলনে সাকিব নিজেই এসেছিলেন। এরপর তার মুখেই জানালেন সবকিছু ঠিক থাকলে আগামীকাল দ. আফ্রিকার বিপক্ষে ম্যাচে খেলবেন তিনি।

 

সাকিব নিজের ইনজুরি নিয়ে জানান, ফিটনেসের আপডেট হচ্ছে গতকাল যখন অনুশীলন করেছি, তখন তেমন খারাপ কিছু অনুভব করিনি। আজকেও অনুশীলন করবো। আশা করি, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ফিট ইনশাল্লাহ।’

 

এখন পর্যন্ত চার ম্যাচ খেলে তিন ম্যাচেই হারের বড় কারণ ছিল টাইগারদের ব্যাটিং ব্যর্থতা। সাকিব অবশ্য এখনই কিছু বলতে চান না, 'যেহেতু আরও পাঁচটা ম্যাচ আছে, তাই টুর্নামেন্ট শেষেই মন্তব্য করলে ভালো হবে। অর্ধেক পথে কোনো মন্তব্য না করাই ভালো। খেলা শেষ হলেও দিতে পারব।’

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭