ইনসাইড ওয়েদার

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হামুন, বেড়েছে সতর্কসংকেত


প্রকাশ: 23/10/2023


Thumbnail

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘হামুনে’ পরিণত হয়েছে। এর ফলে দেশের চারটি সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

ঘূর্ণিঝড় হামুন বর্তমানে মোংলা বন্দর থেকে ৫৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এর আগে গভীর নিম্নচাপের প্রভাবে সোমবার দিনভর মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন ছিল।

সন্ধ্যার পরও আকাশ মেঘে ঢাকা রয়েছে। তবে উপকূলে হালকা বাতাস প্রবাহিত হলেও এখনও পর্যন্ত বৃষ্টির দেখা মেলেনি।

এ অবস্থায় আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেতের পরিবর্তে চার নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে মোংলা বন্দরে অবস্থানরত ১১টি বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহণের কাজ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বন্দরের হারবার বিভাগ।

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, ‘ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে সিগনাল বেড়েছে। ফলে রাত থেকে বুধবার পর্যন্ত উপকূলে ঝড়-বৃষ্টি বয়ে যাবে।’


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭