ইনসাইড গ্রাউন্ড

চলতি বিশ্বকাপে বাংলাদেশের মোট ছক্কার সংখ্যা কত?


প্রকাশ: 23/10/2023


Thumbnail

বিশ্বকাপ মানেই বাড়তি কিছু করে দেখানো। সেটা সামর্থ্যের বাইরে গিয়েই করতে হয় বেশি। কারণ, সব দলই তাদের সেরাটা দিয়েই বিশ্বের সেরা ট্রফিটা জিততে চায়। তাইতো লড়াইটাও হয় যেন সমানে সমান। কিন্তু, বাংলাদেশের লড়াইটা যেন সেই তুলনায় যেন খানিকটা ম্রিয়মান। তারপরও আশায় বুক বেঁধে আছে টাইগাররা। এখনও সেমিতে যাবার আশা ছাড়েনি তারা।

দল জয়ের সামর্থ্য থাকলেও একটি সামর্থ্যের জায়গায় টাইগাররা পিছিয়েই আছে।  তা হলো ছক্কা মারার সামর্থ্য। এই বিশ্বকাপেও বাংলাদেশ সেই জায়গায় পিছিয়েই থাকলো অন্য দলগুলোর তুলনায়।

ভারত বিশ্বকাপে বাংলাদেশ এখন পর্যন্ত ম্যাচ খেলেছে ৪টি। এরমধ্যে জয় একটি ম্যাচে। আর বাকি ৩ ম্যাচে টানা হারতে হয়েছে তাদের।

দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগ পর্যন্ত বাংলাদেশী ব্যাটাররা মোট ছক্কা হাঁকিয়েছে ১৫টি। টাইগার ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ছয় মেরেছে তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম ও তানজিদ হাসান তামিম। তারা প্রত্যেকেই ৩টি করে ছয় মেরেছেন। দুটি করে ছয় মেরেছেন সাকিব আল হাসান ও লিটন দাস। আর একটি করে ছয় মেরেছেন শরীফুল ইসলাম ও নাজমুল হোসেন শান্ত। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭