ইনসাইড গ্রাউন্ড

দ. আফ্রিকার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, বাদ হৃদয়


প্রকাশ: 24/10/2023


Thumbnail

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ। তাওহীদ হৃদয়ের জায়গায় খেলছেন অধিনায়ক নিজেই খেলছেন। এছাড়া গত ম্যাচের স্কোয়াডটিই আছে। তাসকিন ইনজুরির কারণে এই ম্যাচে সুযোগ পাননি।

বাভুমা আজও নেই, তবে চোটের কারণে খেলতে পারছেন না লুঙ্গি এনগিডি। তাঁর বদলে একজন পেসারকেই এনেছে দক্ষিণ আফ্রিকা, খেলছেন লিজাড উইলিয়ামস।

বিশ্বকাপের মঞ্চে দুই দলই সমান সমান পরিসংখ্যানে। বাংলাদেশ এ পর্যন্ত দু’বার  দ.ক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। আফ্রিকাও বাংলাদেশকে দু’বার হারানোর স্বাদ নিয়েছে। তবে সর্বশেষ হারানোর স্বাদ বাংলাদেশের। গত বিশ্বকাপে তারা প্রোটিয়াদের হারিয়েছে।

সাকিব জানিয়েছেন, তিনি পুরো ফিট। তাওহিদ হৃদয়ের জায়গায় স্বয়ং বাংলাদেশ অধিনায়কই খেলছেন। ফিল্ডিং পেয়ে তিনি নাখোশ নন। ভালো বোলিং করে প্রোটিয়াদের দ্রুত আটকে দিতে চান সাকিব।

 

বাংলাদেশ একাদশঃ লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।

দ. আফ্রিকা একাদশঃ রিজা হেন্ডরিকস, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রেসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, জেরাল্ড কোয়েৎজি, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭