ইনসাইড গ্রাউন্ড

অধিনায়ক তুলে নিলেন অধিনায়ককে, ডি ককের সেঞ্চুরি


প্রকাশ: 24/10/2023


Thumbnail

অবশেষে সাকিবের কারিশমায় ভাঙলো জুটি। এই বিশ্বকাপে সাকিব একাধিক ব্রেক থ্রু এনে দিয়েছেন। আর প্রোটিয়াদের সঙ্গে ম্যাচে অধিনায়ক সাকিব তুলে নিলেন প্রোটিয়া অধিনায়ক মার্করামকে। তবে ডি ককের সেঞ্চুরি আটকানো গেল না। ডি কক ১০১ বলে সেঞ্চুরি তুলে নেন। এই সেঞ্চুরির মাধ্যমে তিনি এবারের বিশ্বকাপ আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেলেন।

 

৩০.৪ ওভারে দলীয় ১৬৭ রানে সাকিবেরে বলে লং অফে লফটেড শট খেলে মার্করাম ধরা পড়েন লিটন দাসের হাতে। মার্করাম ৬৯ বলে ৬০ রান করে আউট হনে।

মার্করাম ও ডি কক জুটিতে রান আসে ১৩১।

অবশেষে সাকিবের কারিশমায় ভয়ংকর হয়ে ওঠা এই জুটি ভাঙা সক্ষম হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৩৪.৪ ওভারে ১৯৫ রান। ডি ককের সঙ্গে ক্রিজে আছে হেনরি ক্লোসেন। তিনি আছেন ১১ বলে ১৮ রানে।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭