কালার ইনসাইড

আবারও ঢাকায় আসছেন ‘নচিকেতা’!


প্রকাশ: 24/10/2023


Thumbnail

‘তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি

তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি’

লাইন দুটি দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর ‘তুমি আসবে বলে’ গান থেকে নেয়া। গানের লাইনে বলা কথাগুলোর মতই এবার তার আসার অপেক্ষায় আছে এই বাংলা। ব্যতিক্রমী গায়কী, সুর এবং লিরিক্সের মাধ্যমে ভারতের পাশাপাশি বাংলাদেশেও সমান জনপ্রিয় এ গায়ক। বাংলাদেশে রয়েছে তার প্রচুর ভক্ত। সেই ভক্তদের জন্য এবার আনন্দের সংবাদ হলো, খুব শীগ্রই ঢাকায় গান শোনাতে আসছেন ‘তুমি আসবে বলে’, ‘আগুন পাখি’ কিংবা ‘নীলাঞ্জনা’ খ্যাত ওপার বাংলার জনপ্রিয় এ কন্ঠশিল্পী।

জানা যায়, ক্যারিয়ারের ত্রিশ বছর পূর্তি উপলক্ষ্যে এ শিল্পীকে ঢাকায় আনার উদ্যোগ নিয়েছে আজব রেকর্ড ও আজব কারখানা। তাদের এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানানো হয়, আজব রেকর্ডস ও আজব কারখানার আয়োজনে আগামী ১০ নভেম্বর ঢাকাস্থ কেআইবি (কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ) মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার’। খুব শিগগিরই তারা টিকিট ও অন্যান্য তথ্য নিয়ে বিস্তারিত জানাবেন। 

আজব রেকর্ডস ও আজব কারখানার প্রতিষ্ঠাতা ও সিইও সংগীতশিল্পী জয় শাহরিয়ার বলেন, আমাদের সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। আগামী ১০ নভেম্বর দাদা আসছেন। আশা করছি, দাদার ভক্তরা অনেকদিন পরে সরাসরি তার কণ্ঠে গান শোনতে পারবেন। তিনি আরও বলেন, ‘নচিকেতা দাদার ক্যারিয়ারের ৩০ বছর পূর্তি এ বছর। কলকাতায় একটা অনুষ্ঠান হয়েছে ‘তিরিশে নচিকেতা’ শিরোনামে। এবার ঢাকায় তার বাংলাদেশি শ্রোতাদের জন্য এই আয়োজন।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় এসেছিলেন নচিকেতা চক্রবর্তী। সেসময় গীতিকার ও সুরকার কৌশিক হোসেন তাপসের একটি গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭