ইনসাইড গ্রাউন্ড

হাইলাইটস শট আর বড় জুটিতে আফ্রিকার রানের পাহাড়


প্রকাশ: 24/10/2023


Thumbnail

বাংলাদেশের সঙ্গে এটা কি হাইলাইটস নাকি লাইভ খেলা খেললো দ. আফ্রিকা? প্রায় প্রতি ওভারেই দারুণ সব শটে বাংলাদেশী বোলারদের নাকাল করে এবারের বিশ্বকাপ আসরে বাংলাদেশের বিপক্ষে কোনও দল সর্বোচ্চ দলীয় স্কোর করলো।

দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেট হারিয়ে ৫০ ওভারে ৩৮২ রান করে।

দলের পক্ষে সর্বোচ্চ রান করেন কুইন্টন ডি কক। তিনি ১৪০ বলে ১৭৪ রান করেন। এরপর হেনরিক ক্লাসেন করেন ৪৯ বলে ৯০ রান। এছাড়া অধিনায়ক মার্করাম ৬৯ বলে ৬০ রান করেন। এছাড়া ডেভিড মিলার ১৫ বলে ৩৪ রানে অপরাজিত ছিলেন।

দ. আফ্রিকার রান তোলার গড় ছিল ৭.৬৬।

মেহেদি হাসান মিরাজ ছাড়া বাংলাদেশের প্রত্যেক বোলারই ছিলেন খরুচে। হাসান মাহমুদ ৬ ওভার বল করে ৬৭ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া মিরাজ ৯ ওভারে ৪৪ রান দিয়ে ১ উইকেট দখল করেন। শরীফুল ইসলাম ও সাকিব আল হাসান একটি করে উইকেট নেন।

শরীফুল ৯ ওভারে ৭৬ রান খরচ করেন। সাকিব ৯ ওভারে দেন ৬৯ রান।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭