ইনসাইড গ্রাউন্ড

শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নেদারল্যান্ডস


প্রকাশ: 25/10/2023


Thumbnail

বিশ্বকাপের ২৪তম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি নেদারল্যান্ডস। দিল্লিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। এর আগে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নেদারল্যান্ডস বিশ্বকাপে সাড়া ফেলে দিয়েছে।

 

বিশ্বকাপে এ পর্যন্ত উভয় দল চারটি করে ম্যাচ খেলেছে। অস্ট্রেলিয়ার জয় দুই ম্যাচে, নেদারল্যান্ডসের এক ম্যাচে। অস্ট্রেলিয়ার পয়েন্ট চার, নেদারল্যান্ডসের দুই। অতীত পরিসংখ্যানে নেদারল্যান্ডসের সামনে আজ জয়ের সুযোগ কম।

 

অতীত সাফল্য আর পরিসংখ্যান অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের মধ্যে পার্থক্য বিস্তর। বিশ্বকাপে টানা তিনবারসহ সর্বাধিক পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অন্যদিকে নেদারল্যান্ডসের সর্বোচ্চ দৌড় গ্রুপ পর্ব পর্যন্ত।

 

অস্ট্রেলিয়া একাদশঃ ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস ল্যাবুসচেন, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জোশ হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা।

নেদারল্যান্ডস একাদশঃ বিক্রমজিৎ সিং, ম্যাক্স ওডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিডে, তেজা নিদামানুর, স্কট এডওয়ার্ডস (সিএন্ড ডব্লিউ কে), সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকারেন।

 

 

 

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭