ওয়ার্ল্ড ইনসাইড

স্পিকার পদে রিপাবলিকান মনোনীত প্রার্থী মাইক জনসন


প্রকাশ: 25/10/2023


Thumbnail

রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদের স্পিকার পদে কংগ্রেসম্যান মাইক জনসনকে তাদের সর্বশেষ মনোনীত প্রার্থী হিসেবে বেছে নিয়েছে।  এর আগে এ দলের তিনজন মনোনীত প্রার্থী প্রতিনিধি পরিষদের কাছ থেকে যথেষ্ট সমর্থন পেতে ব্যর্থ হওয়ার এবার চতুর্থ মনোনীত প্রার্থী হিসিবে তাকে মনোনীত করা হল।

মঙ্গলবার দলের তিন দফা ভোটাভুটির পর মাইক জনসনকে নির্বাচিত করা হয়। রিপাবলিকান কনফারেন্সের চেয়ারম্যান এলিস স্টেফানিক স্পিকার নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে মাইক জনসন এর নাম ঘোষণা করেন।

৩ অক্টোবর কেভিন ম্যাককার্থি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে হাউসটি স্পিকার ছাড়াই ছিল এবং প্রতিনিধি পরিষদ স্পিকার ছাড়া পরিচালিত হওয়ায় কোন বিল পাস করতে পারেনি সদস্যরা। 

রিপাবলিকানরা শুধুমাত্র কংগ্রেসের নিম্ন কক্ষে ডেমোক্র্যাটদের তুলনায় সংখ্যাগরিষ্ঠতা। আজ বুধবার বিকেলের হতে যাওয়া নির্বাচনে মাইক জনসন পূর্ণ ভোট পেয়ে নির্বাচিত হবে বলে আশা করা হচ্ছে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭