ক্লাব ইনসাইড

ডিবি পরিচয়ে জবি শিক্ষার্থীদের হেনস্তা ও ছিনতাই


প্রকাশ: 25/10/2023


Thumbnail

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তিন শিক্ষার্থীর কাছে ডিবি পরিচয়ে মোবাইল, টাকাসহ অন্যান্য জিনিসপত্র ছিনতাই করে একটি সন্ত্রাসী চক্র। আসিফ নামক শিক্ষার্থীর মাথায় তিনটি সেলাই লেগেছে। 

মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোরে রিক্সায় করে কমলাপুর রেলস্টেশনে যাওয়ার পথে মতিঝিল শাপলা চত্বরে এ ঘটনাটি ঘটে। 

ভোক্তাভোগী হাবিবুর রহমান, আব্দুল্লাহ আল আসিফ ও হাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৭তম আর্বতনের ১ম বর্ষের শিক্ষার্থী। 

হাবিবুর রহমান জানান, আমরা নাটোরের এক বন্ধুর বাসায় ঘুরতে বাবু বাজার থেকে কমলাপুর রেলস্টেশনের দিকে রিকশা নিয়ে যাচ্ছি। মতিঝিল শাপলা চত্বরের পাশে পৌঁছালে পেছন থেকে একটি সাদা মাইক্রো এসে আমাদের পথ আটকে দেয়।  আইনশৃঙ্খলা বা ডিবি পুলিশ পরিচয়ে রিকশা থামায়। কোনো কথা না বলেই গাড়ি থেকে তিনজন নেমে এসে আমাদের মোবাইল, টাকা, মানিব্যাগসহ কাধের ব্যাগ নিয়ে যায়। আমাকে চাপাতির উল্টো পাশ দিয়ে মাথায় আঘাত করে। 

আহত আসিফ জানান, প্রথমে আমি মোবাইল দিতে চাইনি। তখন আমার মাথায় চাপাতি দিয়ে কোপ দিয়ে সব নিয়ে যায়। মাথা থেকে রক্ত ঝরতে থাকে। তারপর হাবিব ৯৯৯ কল দিয়ে গাড়ি নাম্বারটি বলে। গাড়ির নম্বরটি ছিল ঢাকা মেট্রো-গ ২১০৩১৪। তারপর নিকটস্থ থানায় যোগাযোগ করতে বলেন। 

থানায় যোগাযোগ করলে মতিঝিল থানার কর্মরত পুলিশ অফিসার আলমগীর হোসেন বলেন,  একই নম্বরের গাড়িটি রাজধানীর আরও চার জায়গায় ছিনতাই করেছে। কল করে আমাদের কাছে অভিযোগ করেছে ভোক্তভোগীরা। এটি হচ্ছে পাঁচ নম্বর ঘটনা। 

আসিফের রক্তক্ষরণ বেড়ে যাওয়াই জিডি না করে রাজধানীর একটি মেডিকেলে চিকিৎসা নেয়। অতপর সকলে গ্রামের বাড়ি চলে যায়।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭