ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপ থেকে হঠাৎ ঢাকায় সাকিব, কেন?


প্রকাশ: 25/10/2023


Thumbnail

সর্বশেষ এশিয়া কাপেও সাকিব নিয়ম রক্ষার শেষ ম্যাচ অর্থাৎ, ভারত ম্যাচের আগে ঢাকায় এসেছিলেন। এরপর কমার্শিয়াল কাজ সেরে তিনি আবার ম্যাচের আগে দুবাই হয়ে তারপর লঙ্কা গিয়েছিলেন। এবারও সাকিব বিশ্বকাপের মাঝে ঢাকায় এসেছেন। তবে এবার তিনি কোনও কমার্শিয়াল কাজে নন এসেছেন নিজের ব্যাটিং নিয়ে কাজ করতে।

 

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ইনজুরির কারণে খেলতে পারেননি। এছাড়া ৪ ম্যাচে ব্যাট করে রান করেছেন মাত্র ৫৬। এমনিতেই পুরো দল প্রত্যাশা পূরণ করতে পারছে না তার উপর সাকিবের ব্যাটে নেই রান। তাই ব্যাটিং নিয়ে কাজ করতে ঢাকা এসেছেন সাকিব।

 

পুরো টিম, কোচিং স্টাফ রেখে অধিনায়ক ঢাকায় কেন? এর কারণ হিসেবে জানা গেছে সাকিব এসেছেন তার ছোট বেলার কোচ নাজমুল আবেদীন ফাহিমের কাছে। বিকেএসপিতে থাকাকালীন নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে তোর বোঝাপাড়াটা ভালো হয়। যে কারণে ফাহিমের সঙ্গে কাজ করে ব্যাটিংয়ে যে ভুলগুলো করছেন তা শুধরে নিতেই ঢাকায় সাকিব। আজকে দুপুরে মিরপুরের ইনডোর স্টেডিয়ামে অনেক সময় নিয়ে কাজও করেছেন প্রিয় কোচের সঙ্গে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭