ওয়ার্ল্ড ইনসাইড

লেবানন থেকে কূটনীতিকদের সরিয়ে নিল সৌদি


প্রকাশ: 25/10/2023


Thumbnail

ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে প্রতিদিনই হামলা পাল্টা হামলার ঘটনা বাড়তে থাকায় লেবাননের দূতাবাস থেকে অফিস স্টাফ এবং কূটনীতিকদের পরিবার-পরিজনকে দেশে ফেরত নিয়েছে সৌদি সরকার।

ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে চলমান এ সংঘাত প্রতিনিয়ত বাড়ছে যার ফলে এই ব্যবস্থা নিল সৌদি আরব। এর আগে দ্রুত লেবানন থেকে দেশে ফেরার জন্য সৌদি নাগরিকদের প্রতি রিয়াদ সরকার আহ্বান জানিয়েছিল।

লেবাননের বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছে, মঙ্গলবার দূতাবাস কর্মী ও কূটনীতিকদের পরিবার পরিজনকে সরিয়ে নেয়ার কাজ সম্পন্ন হয়।

এপি বলছে, সামরিক বিমানে করে প্রায় ৬৫ জন সৌদি নাগরিক গতকাল লেবানন ছেড়েছেন। তবে লেবাননে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ওয়ালিদ বুখারি এবং সামরিক অ্যাটাশে ও অন্যান্য কূটনীতিক লেবানন ছাড়েননি। 

গত রবিবার লেবাননের মার্কিন দূতাবাস ও আমেরিকান নাগরিকদের অনিশ্চিত পরিস্থিতির মধ্যে লেবানন থেকে দ্রুত দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭