কালার ইনসাইড

আগামীকাল আসছে প্রচলিত’র ২য় পর্ব ‘বিলাই’


প্রকাশ: 25/10/2023


Thumbnail

করোনা মহামারী, চলছে লকডাউন। বিভীষিকাময় একটা সময়। চাকরি নেই। বাড়ির বাইরে বের হওয়ার উপায় নেই কিন্তু এই সময়ে  নিম্নবিত্ত মানুষেরা বিধি-নিষেধের শৃঙ্খল থেকে কীভাবে বেরিয়ে পড়ে? লকডাউনে একা অসহায় একটি ছেলে যার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সবাই, তার ঘরে খাবার নেই, কীভাবে বাঁচবে সেই উত্তম ওরফে আবদুল্লাহ আল সেন্টু? আর বাঁচলেও এর সাথে বিলাই এর কি সম্পর্ক? হঠাৎই বা তার ঘরের সামনে কে খাবার রেখে গেলো? এইসব প্রশ্নের সমাধান নিয়ে আগামী বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’তে আসছে 'প্রচলিত' সিরিজের দ্বিতীয় পর্ব 'বিলাই'।

জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম ‘চরকি’তে গত বৃহস্পতিবার ১৯ অক্টোবর থেকে শুরু হয়েছে আবিদ মল্লিক পরিচালিত হরর জনরার সিরিজ 'প্রচলিত'। চারপাশের মানুষের মুখে প্রচলিত নানারকম ঘটনা থেকে ছোট ছোট কাহিনী নিয়ে সাজানো হয়েছে ‘প্রচলিত’ সিরিজের গল্পগুলো। ভিন্ন ভিন্ন গল্পে সাজানো হয়েছে প্রতিটি পর্ব। একেকটার দৈর্ঘ্য একেক রকম। এরই ধারাবাহিকতায় গত ১৯ অক্টোবর মুক্তি পায় ১ম পর্ব ‘রিংটোন’। এবার মুক্তি পাবে সিরিজটির ২য় পর্ব ‘বিলাই’।

সিরিজটিতে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার, ইয়াশ রোহান, সাদিয়া আয়মান, বায়োজিদ হক জোয়ার্দার, রফিউল কাদের রুবেল, মাহমুদ আলম, তনয় বিশ্বাস, রাফায়েতুল্লাহ সোহান, শাহানা রহমান সুমি, খালিদ হাসান রুমি, আশরাফুল আশীষ, অশোক বেপারীসহ আরও অনেকে।

‘বিলাই’ পর্বের উত্তম চরিত্রে অভিনয় করেছেন আব্দুল্লাহ আল সেন্টু। সঙ্গে ২৩ মিনিটের এই পর্বতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ফারিন খানকে। এছাড়াও বিড়ালের দৃশ্যধারণ অন্যরকম এক মাত্রার যোগ করেছে।

সিরিজটিতে উত্তম চরিত্রে কাজ করার ব্যাপারে সেন্টু বলেন, গল্পের নাম ‘বিলাই’ শুনেই ভালো লেগেছিল। ছোটবেলায় শোনা নানা ভৌতিক ও অলৌকিক গল্পের মতো একটা গল্প এটা। জীবনের ক্রাইসিস মুহূর্ত একটা ভিন্ন ওয়েতে তুলে ধরা হয়েছে এই গল্পে।’’

সহশিল্পী হিসেবে বিড়ালের সাথে কাজ করা কেমন চ্যালেঞ্জের ছিল তা জানিয়ে সেন্টু বলেন, ‘অন্যান্য প্রাণীর চেয়ে বিড়ালের সাথে বন্ধুত্ব করাটা একটু কঠিন ও সময় সাপেক্ষ। বিড়ালের সঙ্গে কাজ করতে গিয়ে কামড় ও খামচি খেয়েছি। তবে শেষ পর্যন্ত কাজটা খুব ভালোভাবে ও আনন্দ নিয়ে শেষ করতে পেরেছি।’

সিরিজটি নিয়ে নির্মাতা আবিদ মল্লিক বলেন, ‘‘কাজের প্রয়োজনেই দেশের বিভিন্ন জায়গায় যেতে হয়। ‘প্রচলিত’র গল্পগুলোর ভাবনা এভাবেই হাঁটতে, চলতে, কখনও মানুষের মুখে, বই পড়ে, কিছু শৈশব থেকে ভাবনায় গেঁথে গেছে। সেই ভাবনাগুলোকেই সমসাময়িকতার চাদরে জড়িয়ে চেষ্টা করেছি এই সময়কে প্রতিফলিত করার।’’

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘‘চরকি সব সময় ভিন্ন ধরনের কনটেন্ট দর্শককে উপহার দিয়েছে। ‘পেট কাটা ষ’-এর পর আবারও মিস্ট্রি বা সুপারন্যাচারাল ঘরানা নতুন ৫টি গল্প নিয়ে সিরিজ ‘প্রচলিত’ চরকিতে মুক্তি দেয়া হচ্ছে। সিরিজটি দেখে দর্শক পছন্দ করবে আমার বিশ্বাস।’

উল্লেখ্য, সিরিজটির ১ম পর্ব ‘রিংটোন’ মুক্তি পেয়েছে গত ১৯ অক্টোবর। আগামীকাল ২য় পর্বের পর আগামী ২ নভেম্বর আসবে ৩য় পর্ব ‘বেওয়ারিশ, ৯ নভেম্বর আসবে ‘কলিংবেল’ ও ১৬ নভেম্বর ‘হাতবদল’ পর্বটি মুক্তি পাওয়ার মাধ্যমে সিরিজটি সমাপ্ত হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭