ওয়ার্ল্ড ইনসাইড

যুক্তরাষ্ট্রে এক ভয়াবহ বন্দুক হামলায় নিহত ২২


প্রকাশ: 26/10/2023


Thumbnail

যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অঞ্চলের লিউইস্টন শহরে ভয়াবহ এক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। আর এতে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ থেকে ৬০ জন। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে আইনপ্রয়োগকারী সংস্থার একাধিক সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুকধারীরা বারসহ একাধিক স্থানে হামলা চালিয়েছে। এ ঘটনায় অ্যান্ড্রোস্কগিজন কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, হামলাকারীরা পলাতক রয়েছেন।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ জানিয়েছে, বার, গ্রিল রেস্টুরেন্ট এবং বিনোদনকেন্দ্রেও এ বন্দুক হামলা চালানো হয়েছে। শহরটির কেন্দ্রীয় হাসপাতালও হামলায় বহু হতাহতের খবর নিশ্চিত করেছে।

এদিকে এ হামলার পর শেরিফের অফিস থেকে সব ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়েছে। অফিসটি সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক পোস্টে জানায়, হামলাকারীর হাতে উচ্চ ক্ষমতাসম্পন্ন অ্যাসাল্ট-রাইফেল দেখা গেছে।

মেইন স্টেট পুলিশ জানিয়েছে, হামলাকারীকে আটক করতে না পারার কারণে ফের হামলার আশঙ্কা রয়েছে।

প্রসঙ্গত, লিউইস্টন শহরের অবস্থান পোর্টল্যান্ড থেকে প্রায় ৩৬ মাইল উত্তরে। যা রাজ্যটির দ্বিতীয় বৃহত্তম জনপ্রিয় শহর।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭