ওয়ার্ল্ড ইনসাইড

বহু দিন অচলাবস্থার পর নতুন স্পিকার পেল মার্কিন কংগ্রেস


প্রকাশ: 26/10/2023


Thumbnail

রিপাবলিকান পার্টির কেভিন ম্যাকার্থি মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকারের পদ হারানোর বহু দিন কেটে গিয়েছিল। এরপরও দলটির কোনো নেতা তাঁর স্থলাভিষিক্ত হতে পারেননি। অবশেষে তিন সপ্তাহের বেশি সময় অচলাবস্থার পর নতুন স্পিকার পেয়েছে যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। মার্কিন রিপাবলিকান পার্টির নেতা মাইক জনসন প্রতিনিধি পরিষদের নতুন ‍স্পিকার নির্বাচিত হয়েছেন। বুধবার (২৫ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

এর মধ্য দিয়েই যুক্তরাষ্ট্রের কংগ্রেসে কয়েক সপ্তাহ ধরে চলা অচলাবস্থার অবসান ঘটল। অবশেষে নতুন একজন স্পিকার পেল মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। স্থানীয় সময় বুধবার দুপুরে ২২০-২০৯ ভোট পেয়ে ৫১ বছর বয়সী মাইক জনসন কংগ্রেসের ৫৬তম স্পিকার হিসেবে নির্বাচিত হন।

কংগ্রেসের নিম্নকক্ষের বর্তমানে সংখ্যাগরিষ্ঠ দল রিপাবলিকান পার্টির সদস্যদের ভোটেই তিনি স্পিকার নির্বাচিত হয়েছেন। লুইজিয়ানা অঙ্গরাজ্যের কংগ্রেসম্যান মাইক জনসন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থক হিসেবে পরিচিত।

এর আগে গত ৩ অক্টোবর শাটডাউন এড়াতে বাইডেন সরকারকে অর্থায়ন করে নিজ দলের তোপের মুখে পড়ে স্পিকার পদ হারান রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি। এরপর থেকে মার্কিন প্রতিনিধি পরিষদের এই পদ ফাঁকা ছিল। নেতা না থাকায় তিন সপ্তাহের বেশি সময় কংগ্রেসের নিম্নকক্ষে অচলাবস্থা চলছিল।

ম্যাকার্থি অপসারিত হওয়ার পর গত কয়েক সপ্তাহে স্পিকার হিসেবে তিনজনকে মনোনীত করেন রিপাবলিকান আইনপ্রণেতারা। তবে তিনজনই নির্বাচিত হতে ব্যর্থ হন। অবশেষে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থক ও কম অভিজ্ঞ মাইক জনসন স্পিকার নির্বাচিত হলেন।

যুক্তরাষ্ট্রের গত কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে কম অভিজ্ঞ স্পিকার তিনি। এমনকি ২০১৬ সালে প্রথমবারের মতো তিনি প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭