ওয়ার্ল্ড ইনসাইড

পুনরায় কানাডার ভিসা পরিষেবা চালু করছে ভারত


প্রকাশ: 26/10/2023


Thumbnail

কানাডার নাগরিকদের জন্য পুনরায় ভিসা পরিষেবা চালু করতে যাচ্ছে ভারত। বিষয়টি নিশ্চিত করেছে দিল্লিতে কানাডার হাইকমিশন। শিখ নেতা হত্যাকাণ্ডের জেরে দুই মাসের কূটনৈতিক টানাপোড়েনের পর বৃহস্পতিবার (২৬ অক্টোবর) থেকে স্বাভাবিক হচ্ছে ভিসা ইস্যুর প্রক্রিয়া। খবর: বিবিসি।

জানা গেছে, ৪টি ক্যাটাগরিতে ভিসা দেয়া হবে। সেগুলো হলো প্রবেশ, চিকিৎসা, ব্যবসায়িক ও কনফারেন্স ভিসা।

এর আগে গত ২২ অক্টোবর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, কানাডায় কর্মরত ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতেই চালু করা হবে ভিসা পরিষেবা।

উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে কানাডার একটি গুরুদুয়ারার সামনে খুন হন শিখ নেতা। পরে গত সেপ্টেম্বরে নিজ দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে খালিস্তানপন্থি নেতা হারদিপ সিং নিজ্জারকে হত্যার জন্য ভারতকে দায়ী করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপরই দুদেশের কূটনৈতিক সম্পর্কে দেখা দিয়েছিল ফাটল। পরস্পরের কূটনীতিককে বহিষ্কার করে ভারত-কানাডা। বন্ধ করে দেয়া হয় ভিসা ইস্যু।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭