ইনসাইড গ্রাউন্ড

সেমির চাপে খুব কম রানেই গুটিয়ে গেল ইংলিশরা


প্রকাশ: 26/10/2023


Thumbnail

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের এর আগে সর্বনিম্ন স্কোর ছিল ১৩৭। আর এবার গুটিয়ে গেল ১৫৬ রানেই।

একদিনের ক্রিকেট সংস্করণে বর্তমান চ্যাম্পিয়ান ইংল্যান্ড ভারত বিশ্বকাপে চার ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে। সেমিফাইনালের দৌড়ে থাকতে আজকের ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর বিকল্প নেই। তবে ব্যাঙ্গালুরুতে আগে ব্যাট করার সুবিধা নিতে পারেনি ইংলিশরা।

উল্টো লঙ্কান বোলারদের তোপের মুখে গুটিয়ে গেছে মাত্র ১৫৬ রানে।

শ্রীলঙ্কাও খুব ভালো অবস্থানে নেই। ১৯৯৬ বিশ্বচ্যাম্পিয়নরাও ৪ ম্য্যাচ খেলে মাত্র ১টি জিতেছে। পয়েন্ট তালিকায় এগিয়ে যাওয়ার লড়াইয়ে পাওয়ার প্লেতে ইংল্যান্ডের ২ উইকেট তুলে নেয় তারা।

 

যদিও ১০ ওভার শেষে স্কোর বোর্ডে ৫৯ রান তোলে ইংল্যান্ড। কিন্তু, ‍দ্বিতীয় পাওয়া প্লেতেই সব শেষ। বাকি ৮ উইকেট হারায় মাত্র ৯৭ রান তুলতেই।

চারে নেমে বেন স্টোকস একপ্রান্ত ধরে খেললেও দলীয় ৬৩ রান থেকে ৫৫ যোগ করতে ইংল্যান্ড হারায় আরও ৫ ব্যাটারকে। স্টোকসকে সঙ্গ দিতে পারেননি জস বাটলার (৮), লিয়াম লিভিংস্টোন (১) মঈন আলী (১৫), ক্রিস ওকস (০)। পরে স্টোকসও ফেরেন ইনিংস সর্বোচ্চ ৪৩ রান করে।

 

শেষ দিকে ডেভিড উইলির অপরাজিত ১৪ রানে কোনোরকম দেড়শো পার করতে পারে ইংল্যান্ড। শ্রীলঙ্কার হয়ে লাহিরু কুমারা সর্বাধিক ৩ উইকেট নেন। এছাড়া অ্যাঞ্জেলা ম্যাথুউস ও কাসুন রাজিথা দুটি করে উইকেট নেন।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭