ইনসাইড গ্রাউন্ড

টানা ৪টি বিশ্বকাপে ইংলিশরা হেরেছে লঙ্কানদের কাছে


প্রকাশ: 26/10/2023


Thumbnail

ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কার ওয়ানডের পরিসংখ্যানে ইংলিশরাই এগিয়ে আছে। এখন পর্যন্ত এই দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছে ৭৮ বার। এরমধ্যে ইংলিশরা জিতেছে ৩৮টি ম্যাচ আর লঙ্কানরা জিতেছে ৩৬টি ম্যাচ। তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে আর একটি ম্যাচ হয়েছে টাই।

সর্বশেষ ৫ ওয়ানডের পরিসংখ্যানেও ইংলিশরা এগিয়ে আছে। তিনবার জয়ের উল্লাসে মেতেছে ইংলিশরা আর দুইবার লঙ্কানরা।

বিশ্বকাপের পরিসংখ্যানেও ইংলিশরা এখন পর্যন্ত এগিয়ে আছে। একদিনের বিশ্বকাপের আয়োজনে এই দুই দল সাক্ষাৎ করেছে মোট ১১ বার। এরমধ্যে ইংল্যান্ড জিতেছে ছয়বার আর শ্রীলঙ্কা জিতেছে পাঁচবার।

তবে লঙ্কানদের জন্য আশার বাণী হচ্ছে ২০০৭ থেকে এখন পর্যন্ত একদিনের বিশ্বকাপ আসরে ইংল্যান্ড শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারেনি। বরং, লঙ্কানরা দাপটের সঙ্গেই ইংলিশদের পরাজিত করে ম্যাচ জিতে নিয়েছে।

বিশ্বকাপে ইংলিশদের বিপক্ষে এই জয়ের ধারা শুরু হয়েছিল ১৯৯৬ সালে। এর মধ্যে শুধু ১৯৯৯ সালেই হেরেছিল লঙ্কানরা। এছাড়া ২০০৭, ২০১১, ২০১৫ ও ২০১৯ সালের বিশ্বকাপে প্রতিবারই ইংলিশরা পরাস্ত হয়।

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের সর্বোচ্চ রান ৩৩৩। আর শ্রীলঙ্কার ৩১২ রান।

বিশ্বকাপে লঙ্কানদের বিপক্ষে ইংলিশদের সর্বনিম্ন স্কোর ১৩৭ রান। আর লঙ্কানদের রান ১৩৬। যদিও আজকের ম্যাচে ইংলিশরা তাদের পূর্বের সর্বনিম্ন রানের রেকর্ড পার করে ফেলেছে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭