কালার ইনসাইড

চলচ্চিত্র নির্মাণে আগ্রহী তরুণদের নিয়ে বিটিভি'র চলচ্চিত্র কর্মশালা


প্রকাশ: 26/10/2023


Thumbnail

বিটিভি (বাংলাদেশ টেলিভিশন) এর উদ্যোগে চলচ্চিত্র নির্মাণে আগ্রহী তরুণদের নিয়ে শুরু হয়েছে ১০ দিন ব্যাপি একটি চলচ্চিত্র কর্মশালা (বিটিভি নবীন সিনেমা প্রকল্প)। কর্মশালায় তরুণ নির্মাতাদের অংশগ্রহনে অনলাইনে আবেদন আহবান করছে সরকারি এই টেলিভিশন চ্যানেলটি। কর্মশালাটির শ্লোগান দেয়া হয়েছে ছোট ছবি, বড় স্বপ্ন।

চলচ্চিত্রপ্রেমী তরুণদের নির্মাতা হয়ে উঠার ছোট ছবির বড় আয়োজন এই কর্মশালা। এতে বলা হয়, ১৮ থেকে ৩৫ বছর বয়সী যেকোন তরুণ চলচ্চিত্র নির্মাতা অনলাইনে আবেদন করে কর্মশালায় অংশগ্রহণ করতে পারবেন।  

নিম্নের লিংকে ক্লিক করে আবেদন করতে পারবেন চলচ্চিত্র নির্মাণে আগ্রহী সকল তরুণ নির্মাতা- 

https://btv.portal.gov.bd/site/page/595dfa37-c202-4633-be56-e843f2ebd325?fbclid=IwAR1yg7d-0RmygQGDCX_qax5DjWlTmCGZBK_WbMOQ1WTYLyztUzzgAqDyriQ

জানা যায়, ১০ দিন ব্যাপি এই কর্মশালাটি দেশের খ্যাতিমান চলচ্চিত্র ব্যক্তিত্বদের দ্বারা সম্পন্ন করা হবে। কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে বিটিভির কারিগরি, আর্থিক ও অন্যান্য সুবিধা গ্রহণ করে প্রত্যেক তরুণ নির্মাতা ২০-২৫ মিনিটের একটি চলচ্চিত্র নির্মাণের সুযোগ পাবেন এবং নির্মিত চলচ্চিত্রগুলো বিটিভিতে সম্প্রচার করা হবে।

উক্ত কর্মশালায় আবেদন করার শেষ দিন ৭ই নভেম্বর ২০২৩।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭