ইনসাইড গ্রাউন্ড

আজ সাকিব গেলেন, আগামীকাল যাবেন পাপন


প্রকাশ: 26/10/2023


Thumbnail

সাকিবের পরিকল্পনা ছিল ঢাকায় তিন দিন অনুশীলন করে তারপর কলকাতায় যাবেন ২৭ অক্টোবর সন্ধ্যায়। পরবর্তীতে কাপ্তান সাকিব তার পরিকল্পনা পরিবর্তন করে আজ (২৬ অক্টোবর) সন্ধ্যার ফ্লাইটে কলকাতায় চলে গেছেন। কাল (২৭ অক্টোবর) দলের সঙ্গে ইডেন গার্ডেনে অনুশীলন করবেন বাংলাদেশ অধিনায়ক।

 

তার আগে আজ দ্বিতীয় দিনের মতো নাজমূল আবেদীনের সঙ্গে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে কাজ করেছেন।

মুম্বাই থেকে কাল বাংলাদেশ দল কলকাতায় গেলেও সাকিব এদিন সকালেই চলে আসেন ঢাকায়। উদ্দেশ্য নাজমূল আবেদীনের সঙ্গে নিজের ব্যাটিংয়ের সমস্যা নিয়ে কাজ করে দুটি দিন কাজে লাগানো। কলকাতায় কাল বাংলাদেশ দল অনুশীলন করেনি, আজও ছিল ঐচ্ছিক অনুশীলন। কিন্তু, এদিকে ঢাকায় এসে সাকিব ঠিকই দুটি দিন পুরো ব্যাটিং অনুশীলন করে গেলেন।

 

বিশ্বকাপে কলকাতায় দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ২৮ অক্টোবর প্রতিপক্ষে নেদারল্যান্ডস ও ৩১ অক্টোবর খেলবে পাকিস্তানের বিপক্ষে। এই দুই ম্যাচ দেখতে কাল কলকাতা যাচ্ছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান ও ক্রিকেট পরিচালনাপ্রধান জালাল ইউনুসসহ বোর্ডের আরও অনেক কর্মকর্তা।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭