ইনসাইড বাংলাদেশ

মহাখালীর খাজা টাওয়ারে আগুন লাগায় ইন্টারনেট সেবা বিঘ্নিত


প্রকাশ: 26/10/2023


Thumbnail

রাজধানীর মহাখালীতে ১৪ তলাবিশিষ্ট খাজা টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টা ৫৮ মিনিটে আগুন লাগার ঘটনাটি।  এ ঘটনার পর দেশের বিভিন্ন জেলায় ইন্টারনেট সংযোগ ব্যাহত হচ্ছে। 

জানা গেছে, মহাখালিতে অবস্থিত এ ভবনটিতে থাকা আন্তঃসংযোগ এক্সচেঞ্জ (আইসিএক্স) অপারেটরদের সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকার বিভিন্ন এলাকায় ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে।  দেশের শীর্ষস্থানীয় কয়েকটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের ব্যান্ডউইডথ প্রভাইড করা হয় এ ভবনটি থেকেই ফলে মোবাইল অপারেটরগুলোর ইন্টারনেটে ধীরগতি অবস্থায় চলছে।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) কোম্পানিগুলো জানিয়েছে, খাজা টাওয়ারে দুটি বেসরকারি প্রতিষ্ঠানের ডেটা সেন্টার রয়েছে। আগুন লাগার কারণে সেগুলো বন্ধ হয়ে গেছে। এতে ইন্টারনেট–সেবা বিঘ্নিত হচ্ছে।

ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবির সভাপতি এমদাদুল হক বলেন, দেশের শীর্ষস্থানীয় কয়েকটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান যারা মোট ইন্টানেটের ৭০ শতাংশ ব্রডব্যান্ড সেবা দিয়ে থাকে তাদের ব্যান্ডউইডথ আসত খাজা টাওয়ারের দুই ডেটা সেন্টার থেকে। ডেটা সেন্টারগুলো বন্ধ হয়ে যাওয়ায় ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। 

আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে মহাখালীর আমতলী এলাকার খাজা টাওয়ারে আগুন লাগে। ভবনটির ১১, ১২ ও ১৩ তলা থেকে আগুনের কালো ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ১০ তলা থেকে ওপর পর্যন্ত ভবনের কাচের দেয়াল ভেঙে আগুন নেভানোর কাজ করছেন। সর্বশেষ সন্ধ্যা সাতটা পর্যন্ত ২ জন নিহত হয়েছে ও  ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের ৭২ সদস্য কাজ করছেন। পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরাও তাঁদের সহযোগিতা করছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭