ওয়ার্ল্ড ইনসাইড

হামলায় হামাসের গোয়েন্দা উপপ্রধান নিহত, দাবি ইসরায়েলের


প্রকাশ: 27/10/2023


Thumbnail

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা হামাসের গোয়েন্দা শাখার উপপ্রধান শাদি বারুদকে বিমান হামলা চালিয়ে হত্যা করেছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে এ দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। 

তাদের বক্তব্য, বৃহস্পতিবার সন্ধ্যায় গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে বিমান বাহিনীর অভিযানে তিনি নিহত।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক বার্তায় আইডিএফের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

আইডিএফ আরো জানায়, “হামাসের হাইকমান্ড ও ৭ অক্টোবরের হামলার পরিকল্পনার সঙ্গে যুক্ত সব হামাস নেতাদের শেষ করতে গাজায় আমাদের বিমান বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

ইসরায়েল দাবি করেছে, গত ৭ অক্টোবর হামাস তাদের অবৈধ বসতিগুলো লক্ষ্য করে যে ভয়াবহ হামলা চালিয়েছে সেটির অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন শাদি বারুদ। তিনি হামাসের গাজা শাখার নেতা ইয়াহিয়া সিনওয়ারের সঙ্গে এ পরিকল্পনা করেছিলেন। এছাড়া এর আগেও ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামাসের একাধিক ‘অপারেশনে’ সক্রিয় ভূমিকা ছিল তার।

তবে শাদি বারুদ নিহত হওয়ার ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করেনি হামাস।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর পর গাজায় বিমান হামলা চালানো শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। তাদের হামলায় এখন পর্যন্ত হামাসের বেশ কয়েকজন উচ্চপদস্থ নেতা নিহত হয়েছেন। এছাড়া প্রাণ হারিয়েছেন ৭ হাজারের বেশি বেসামরিক মানুষ। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭