ইনসাইড বাংলাদেশ

যেকোনো সময়ে খালেদার বিদেশ যাত্রা?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/03/2018


Thumbnail

বেগম খালেদা জিয়ার মুক্তি এবং রাজনৈতিক সমঝোতার বিষয় নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করেছেন তাঁর ছোট ভাই শামীম ইস্কান্দার। বৈঠক অনুষ্ঠিত হয় গুলশানে শামীম ইস্কান্দারের বাসভবনে। বৈঠকে খালেদা জিয়ার প্যারোল আবেদন, চিকিৎসার জন্য বিদেশ যাওয়া এসব বিষয়ে চুলচেরা আলোচনা হয়।

রাত নয়টা থেকে শুরু হওয়া বৈঠকে কি আলোচনা হয়েছে সে সম্পর্কে কেউ কোনো মন্তব্য করেননি। তবে, বেগম জিয়ার পারিবারিক সূত্র বলছে, বিষয়টি মোটেও রাজনৈতিক নয়, এটি পারিবারিক। বেগম জিয়ার সুচিকিৎসাই এখন বেগম জিয়ার আত্মীয়-স্বজনের প্রধান চাওয়া। এজন্য আজ দুপুরেই, বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষার আবেদন করা হবে। স্বাস্থ্য পরীক্ষার পর একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে। মেডিকেল বোর্ডই বেগম জিয়ার বিদেশে চিকিৎসার জন্য সুপারিশ করবে। সূত্রমতে, শামীম ইস্কান্দার মির্জা ফখরুলকে বলেছেন, চিকিৎসার জন্য বিদেশ যেতে চাইলে সরকার কোনো আপত্তি করবে না। বেগম জিয়ার একজন আত্মীয় বলেছেন ‘ বেগম জিয়ার বিদেশ যাওয়া সময়ের ব্যাপার মাত্র।’


বাংলা ইনসাইডার/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭