ইনসাইড বাংলাদেশ

‘তোমাকে তো সরকার চালাচ্ছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/03/2018


Thumbnail

বেগম জিয়া গ্রেপ্তার হয়েছেন ৮ ফেব্রুয়ারি। ৯ ফেব্রুয়ারি এবং ১১ ফেব্রুয়ারি ২০ দলীয় জোটের দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর গত একমাসের বেশি সময় ধরে ২০ দল কার্যত: অচল। ২০ দলের বৈঠক ডাকতে জোটের অন্যতম শরীক এলডিপি নেতা কর্নেল (অব.) অলি আহমেদ বিএনপির একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করেন। কর্নেল (অব.) অলি বিএনপির সিনিয়র নেতা ড. খন্দকার মোশারফ হোসেন এবং নজরুল ইসলাম খানের সঙ্গে যোগাযোগ করেন। তারা ২০ দলের বৈঠকের জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সাথে যোগাযোগ করতে বলেন।

পরে অলি আহমেদ মির্জা ফখরুলের সঙ্গেও কথা বলেন। কিন্তু ২০ দলীয় জোটের বৈঠকের ব্যাপারে বিএনপি মহাসচিব কোন উৎসাহ দেখাননি। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার আবার বিএনপি মহাসচিবকে ফোন করেন কর্নেল (অব.) অলি আহমেদ। জানতে চান ‘২০ দলের বৈঠক হবে কিনা।’ জবাবে ফখরুল বলেন ‘এখন বৈঠক করে কি হবে।’ অলি বলেন, ‘ম্যাডামের মুক্তির আন্দোলনটাতো অন্তত আমরা একসঙ্গে করতে পারি।’ ফখরুল বলেন, ‘আমরা এটা বিএনপি থেকেই করতে চাইছি।’ এসময় ক্ষুব্ধ অলি, ফখরুলকে বলেন, ‘তোমাকে তো সরকার চালাচ্ছে। সরকারের নির্দেশেই তুমি ২০ দলের বৈঠক ডাকছো না। তুমি বিএনপির আরেক মান্নান।’ এরপর অলি ফোন কেটে দেন।


বাংলা ইনসাইডার/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭