ইনসাইড গ্রাউন্ড

পাওয়ার প্লেতেই ২ উইকেট নিয়ে ডাচদের চাপে রেখেছে বাংলাদেশ


প্রকাশ: 28/10/2023


Thumbnail

প্রথম ৪ রানেই ২ উইকেট হারিয়েছে নেদারল্যান্ডস। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ এত কম রানে কোনো দল প্রথম ২ উইকেট হারিয়েছিল এ বছরের জুলাইয়ে। চট্টগ্রামে আফগানিস্তান ৩ রান তুলতেই হারিয়েছিল প্রথম ২ উইকেট। সে ম্যাচে আফগানরা গুটিয়ে গিয়েছিল ১২৬ রানেই।

 

শরীফুল ইসলামের ওভার দ্য উইকেট থেকে করা বলটা অ্যাঙ্গেল করে বেরিয়ে যাচ্ছিল অফ স্টাম্পের বাইরে দিয়ে। শুরুতে ব্যাট চালিয়েও শেষ মুহূর্তে যেন নিজের ভুলটা বুঝতে পেরেছিলেন ম্যাক্স ও’ডাউড, শট চেক করে নিয়েছিলেন। কিন্তু তাঁর আগেই ব্যাটের কানা ছুঁয়ে ক্যাচ গেছে স্লিপে। একমাত্র স্লিপে থাকা তানজিদ হাসান বাঁ দিকে লাফ দিয়ে নিয়েছেন ভালো ক্যাচ। ৫ বলের মধ্যে ২ উইকেট হারাল নেদারল্যান্ডস, ইনিংসের ১৪ বলের মধ্যে নেই দুই উদ্বোধনী ব্যাটসম্যান। কলকাতায় বাংলাদেশের দুর্দান্ত শুরু।

শুরুতে ২ উইকেট হারালেও নেদারল্যান্ডস পাল্টা আক্রমণের চেষ্টাই করছে। ১০ ওভার শেষে নেদারল্যান্ডসের রান ২ উইকেটে ৪৭। রান তোলার গড় ৪.৭০।

 

 

 

কটু ফুললেংথ, ঘুরিয়ে খেলতে গিয়ে লিডিং-এজ হয়েছেন বিক্রমজিত সিং। আগেভাগেই শট খেলে ফেলেছিলেন, মিড অফে সাকিব আল হাসান নিয়েছেন সহজ ক্যাচ। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে প্রথম উইকেট। ফিরেই সফল তাসকিন আহমেদ, চোখেমুখে যেন স্বস্তিই বেশি বাংলাদেশ পেসারের।

কটু ফুললেংথ, ঘুরিয়ে খেলতে গিয়ে লিডিং-এজ হয়েছেন বিক্রমজিত সিং। আগেভাগেই শট খেলে ফেলেছিলেন, মিড অফে সাকিব আল হাসান নিয়েছেন সহজ ক্যাচ। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে প্রথম উইকেট। ফিরেই সফল তাসকিন আহমেদ, চোখেমুখে যেন স্বস্তিই বেশি বাংলাদেশ পেসারের।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭