ইনসাইড বাংলাদেশ

বেনাপোলে বন্দর এলাকা থেকে জামাত-বিএনপির ৩১ নেতাকর্মী গ্রেফতার


প্রকাশ: 29/10/2023


Thumbnail

যশোরের বেনাপোল সীমান্ত থেকে নাশনকতা মামলায় জামাত- বিএনপির ৩১ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

 

রোববার ভোরে পুলিশ সীমান্তে ঝটিকা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। তবে গ্রেফতারকৃতদের পরিবারের অভিযোগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার তারা। 

 

গ্রেফতারকৃতদের বাড়ি বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন গ্রামে।

 

এদিকে শনিবার বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতাল রুখে দিতে বন্দর নগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট ও পুলিশি টহল জোরদার করেছে পোর্ট থানা পুলিশ। হরতালকে কেন্দ্র করে কোন রকম নাশকতা ও বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সে লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশ। 

 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভুঁইয়া জানান, বিএনপি,জামাত কর্মীরা নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়ে গোঁপন বৈঠক করছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এসময় অনান্যরা পালিয়ে গেলেও ৩১ জনকে ধরা হয়। ধৃতদের বিরুদ্ধে আগের নাশকতা মামলা ছিল। তাদেরকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭