ইনসাইড বাংলাদেশ

নরসিংদীতে কাপড়ের বাজারের আগুন নিয়ন্ত্রণে


প্রকাশ: 30/10/2023


Thumbnail

নরসিংদীর সদরে সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার শেখেরচর-বাবুরহাটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার দিবাগত রাত ২টা ৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রোববার রাত ১১টা ১৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পান তারা। এরপর ৭ মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌছায়। রাত ২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট যোগ দেয়।

আগুন লাগার পর নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানিয়েছিলেন, বাবুরহাটের কাপড়পট্টির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

ব্যবসায়ীরা জানান, এই পাইকারি কাপড়ের বাজারে সাড়ে পাঁচ হাজার দোকান আছে। এখন পর্যন্ত ৫০টির মতো দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭