ওয়ার্ল্ড ইনসাইড

গাজা কিংবা ইসরায়েলে যুক্তরাষ্ট্রের সেনা পাঠানোর পরিকল্পনা নেই: কমলা হ্যারিস


প্রকাশ: 30/10/2023


Thumbnail

সম্প্রতি এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, গাজা কিংবা ইসরায়েলে যুক্তরাষ্ট্রের সেনা পাঠানোর আপাতত কোনো ইচ্ছা বা পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই। ‘৬০ মিনিটস’ এ সাক্ষাৎকার দেয়ার সময় তিনি এ মন্তব্য করেন। এ তিনি বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে ইসরায়েলকে পরামর্শ, সরঞ্জাম ও কূটনৈতিক সহায়তা দিচ্ছে।

মার্কিন এই ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, ‘কোনো প্রশ্ন ছাড়াই ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। হামাস ও ফিলিস্তিনিদের মধ্যে কোনো সংমিশ্রণ না হওয়া খুবই গুরুত্বপূর্ণ।‘

এ সময় তিনি ফিলিস্তিনিদেরও নিরাপত্তা, আত্মনিয়ন্ত্রণ এবং সমান মর্যাদা পাওয়ার অধিকার আছে বলে উল্লেখ করেন।

তিনি বলেন, আমরা খুব স্পষ্ট যে যুদ্ধের নিয়মগুলি অবশ্যই মেনে চলতে হবে এবং মানবিক সহায়তা প্রবাহিত করতে দিতে হবে।

কমলা হ্যারিস বলেন, যুক্তরাষ্ট্র সংঘাতের বিস্তার রোধ করতে চায় এবং ইরান যাতে এতে জড়িত না হয় এ ব্যাপারেও তিনি সতর্ক করেন ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭