ইনসাইড বাংলাদেশ

রাজনৈতিক সহিংসতা: সাত কূটনৈতিক মিশনের উদ্বেগ


প্রকাশ: 30/10/2023


Thumbnail

রাজধানীসহ সারাদেশে রাজনৈতিক সমাবেশে সহিংসতার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন ঢাকাস্থ সাত দেশের কূটনৈতিক মিশন। আজ সোমবার (৩০ অক্টোবর) মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এ বার্তায় অংশগ্রহণমূলক নির্বাচনে পরিবেশ তৈরির আহ্বানও জানানো হয়।

সংশ্লিষ্ট মিশনগুলো বলছে, ‘২৮ অক্টোবর ঢাকায় রাজনৈতিক সমাবেশে সহিংসতার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন এবং প্রাণহানি ও আহতদের জন্য সমবেদনা জানাচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, নরওয়ে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সরকার। অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করতে আমরা সব অংশীজনদের সংযম, সহিংসতা পরিহার এবং একসঙ্গে কাজ করার আহ্বান জানাই।’

এর আগে গতকাল রোববার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক সংক্ষিপ্ত পোস্টে ঢাকার সড়কে প্রাণহানি ও সহিংসতার ঘটনায় গভীরভাবে দুঃখপ্রকাশ করে ইউরোপীয় ইউনিয়ন ও এর সদস্য রাষ্ট্রগুলো।

সেখানে আরো বলা হয়, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ পথ খুঁজে পাওয়া গুরুত্বপূর্ণ।

গত শনিবার (২৮ অক্টোবর) রাজনৈতিক সহিংসতা নিয়ে বিবৃতি দেয় ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। ওই বার্তায় বলা হয়, ২৮ অক্টোবর ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা সংঘটিত হয়েছে যুক্তরাষ্ট্র তার নিন্দা জানায়। একজন পুলিশ কর্মকর্তা, একজন রাজনৈতিক কর্মী হত্যা এবং একটি হাসপাতাল পোড়ানোর ঘটনা অগ্রহণযোগ্য। সাংবাদিকসহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতাও তেমনই। আমরা সব পক্ষকে শান্তি ও সংযমের আহ্বান জানাই। সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য আমরা সমস্ত সহিংস ঘটনার পর্যালোচনা করব।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭