ইনসাইড বাংলাদেশ

দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য অনুকূল পরিবেশ রয়েছে: ইসি সচিব


প্রকাশ: 30/10/2023


Thumbnail


বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য প্রতিবন্ধক নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) সচিব জাহাঙ্গীর হোসেন। তিনি বলেছেন, বিদ্যমান পরিস্থিতি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার জন্য অনুকূল। 

আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকের পর এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ইসি সচিব বলেন, নভেম্বরের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করা হবে।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচন আয়োজনে বড় কোনো প্রতিবন্ধকতা নেই। 

জাহাঙ্গীর আলম বলেন, বৈঠকে গোয়েন্দা প্রতিবেদন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের বক্তব্য অনুযায়ী, জাতীয় নির্বাচন আয়োজনে বড় কোনো প্রতিবন্ধকতা নেই।

তিনি বলেন, 'গতকাল হরতালের পর আগামী তিন দিন অবরোধ পালন করবে বিএনপি।'

ইসি সচিব আরও বলেন, 'বিএনপির কর্মসূচিতে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেতন থাকবে।

নির্বাচনকে সামনে রেখে কমিশন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ প্রধান, র‌্যাব, বিজিবি, আনসারসহ অন্যান্যদের সঙ্গে বৈঠক করে।
 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭