ইনসাইড গ্রাউন্ড

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা


প্রকাশ: 30/10/2023


Thumbnail

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় করেছে বাংলাদেশের মেয়েরা। এর আগে পাকিস্তান নারী দলের সঙ্গে সিরিজ জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজ শেষে এবার মিরপুরে ওয়ানডে সিরিজ শুরু হতে যাচ্ছে।  

আইসিসি ওম্যানস চ্যাম্পিয়নশিপের অধীনে বাংলাদেশে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান নারী দল। ০৪ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এই সিরিজ। ০৭ তারিখ হবে দ্বিতীয় ওয়ানডে আর ১০ তারিখ হবে শেষ ম্যাচটি।  

 

এদিকে তিন ম্যাচ সিরিজকে সামনে রেখে আজ মঙ্গলবার দল ঘোষণা করেছেন নির্বাচকরা। ঘোষিত দলে খুব বড় কোন চমক রাখা হয়নি। নিয়মিত অধিনায়ক হিসেবে আছেন নিগার সুলতানা জ্যোতি। সহঅধিনায়ক হিসেবে আছেন নাহিদা আক্তার। ফিটনেস থাকা সাপেক্ষে যুক্ত হবেন সুলতানা খাতুন। এছাড়া স্ট্যান্ডবাই থাকবেন আরও তিন ক্রিকেটার।

 

বাংলাদেশ স্কোয়াডঃ নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, শামিমা সুলতানা, সোবহানা মোশতারি, রিতু মণি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান। মারুফা আক্তার, দিশা বিশ্বাস, মুরশিদা খাতুন, সুমাইয়া আক্তার, নিশীতা আক্তার নিশি, সুলতানা খাতুন (ফিটনেস থাকা সাপেক্ষে)।

 

স্ট্যান্ডবাই: সালমা খাতুন, শরীফা খাতুন, শারমিন আক্তার সুপ্তা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭