ইনসাইড বাংলাদেশ

চট্রগ্রামে মাদক মামলায় যুবকের ৫ বছরের জেল


প্রকাশ: 30/10/2023


Thumbnail

চট্টগ্রামে মাদক মামলায় মো. জসিম উদ্দীন নামে এক যুবককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এ রায় ঘোষণা করেন।

 

দণ্ডপ্রাপ্ত জসিম উদ্দীন কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের হোসেন মেম্বারের বাড়ির নূর আহম্মদের ছেলে।

 

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নোমান চৌধুরী বলেন, মাদক মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি জসিম উদ্দীনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জসিম উদ্দীন জামিনে গিয়ে পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

 

মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ১৩ ফেব্রুয়ারি নগরের আকবরশাহ থানার সিটি গেট এলাকায় ঢাকাগামী বাস থেকে নেমে হেঁটে যাওয়া সময় এক হাজার ইয়াবাসহ জসিম উদ্দীনকে আটক করে পুলিশ। ঐ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেন থানার তৎকালীন এসআই জাফর আহম্মেদ। মামলাটির তদন্ত শেষে একই বছরের ১৪ মার্চ আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে ২০১৭ সালের ৩০ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। এ মামলায় ছয়জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭