কালার ইনসাইড

মালায়লাম অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


প্রকাশ: 30/10/2023


Thumbnail

মালায়লাম সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী রেঞ্জুষা মেননকে নিজ বাসায় মৃত অবস্থায় পাওয়া গেছে। সোমবার (৩০ অক্টোবর) সকালে তিরুঅনন্তপুরুমের নিজ ফ্ল্যাটে গলায় শাড়ি পেঁচানো ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ৩৫ বছর বয়সী এ অভিনেত্রীকে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, আত্মহত্যা করেছেন রেঞ্জুষা। রেঞ্জুষা ওই ফ্ল্যাটে তার তার স্বামীর সাথে থাকতেন যিনি নিজেও একজন অভিনেতা।

অভিনেত্রীর মায়ের দাবি, বেশ কিছুদিন ধরে আর্থিক সঙ্কটে ভুগছিলেন তিনি। সেই কারণেই এমন সিদ্ধান্ত নিলেন কি না! তা অজানা। অভিনেত্রীর মরদেহ উদ্ধারের কয়েক ঘণ্টা আগেও তার ইনস্টাগ্রামে একটি ফানি ভিডিও শেয়ার করেছিলেন রেঞ্জুষা।

তবে তাঁর আকস্মিক মৃত্যু সম্পর্কে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি। কেরালার পুলিশ কর্মকর্তারা তাঁর মৃত্যুর তদন্ত করছেন।

মালায়লাম চলচ্চিত্র এবং টেলিভিশন সিরিয়ালে কাজ করার পাশাপাশি তিনি টেলিভিশন সিরিয়ালে লাইন প্রযোজক হিসেবেও কাজ করেছেন। সিনেমায় পা রাখার আগে রেঞ্জুশা একজন টেলিভিশন উপস্থাপিকা হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। যা তাঁকে জনপ্রিয়তা এনে দেয়। এরপর টেলিভিশন সিরিয়ালে কাজ শুরু করেন অভিনেত্রী।

তিনি ‘স্ত্রী’, ‘নিজলাত্তম’, ‘মাগালুদে আম্মা’ ও ‘বালামনি’র মতো টেলিভিশন সিরিয়ালে কাজ করেছেন। একাধিক টিভি সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রেঞ্জুষা। অভিনেত্রী ‘সিটি অফ গড’, ‘বোম্বে ১২ মার্চ’, ‘লিসামায়ুদে ভিদু’, ‘অথভুথা দ্বীপু’ ও ‘কার্যস্থান’-এর মতো চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন। এছাড়াও ‘ভারান ডক্তারানু’ সিরিয়ালে কৌতুক চরিত্রে দর্শকদের নজর কাড়েন রেঞ্জুষা। বেশ কিছু রান্নার শোয়ের সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছে তাকে।

রেঞ্জুশা তাঁর স্বামী, মা ও বাবাকে রেখে গেছেন। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পর্কে এখনো বিস্তারিত জানানো হয়নি। অভিনেত্রীর মৃত্যুতে শোক জানাচ্ছেন ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও অনুরাগীরা।

সূত্র : হিন্দুস্থান টাইম্স



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭