কালার ইনসাইড

সিনেমাতে নায়ক-নায়িকা নেই, তবে টান টান উত্তেজনা রয়েছে: সায়মন


প্রকাশ: 31/10/2023


Thumbnail

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক। চলচ্চিত্র নিয়েই তার সব ব্যস্ততা। নিভৃতে নিজের করেন। সে কাজ দিয়েই আসেন আলোচনায়। বর্তমানে কাজ করছেন আরেক জনপ্রিয় অভিনয়শিল্পী পরীমণির সঙ্গে ‘ডোডোর গল্প’ সিনেমায়। আর শুটিং চলাকালীন সময়ে দিলেন নতুন সুখবর। বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘শেষ বাজি’। মেহেদী হাসান পরিচালিত সিনেমাটিতে এ নায়কের বিপরীতে অভিনয় করেছেন শিরিন শিলা।

সেন্সর ছাড়পত্র পাওয়ার খবর জানাতে গিয়ে এই নায়ক ফেসবুকে লিখেছেন, ‘আমার সবচেয়ে কম সময়ে এবং সেন্সর বোর্ডে সবচেয়ে বেশি প্রশংসা পাওয়া সিনেমার ছাড়পত্র এটা।’

এই ব্যাপারে তিনি বলেন, ‘এটা একদম সত্যি ঘটনা। আমার ক্যারিয়ারে এই সিনেমার মতো আর কোন সিনেমার কাজ আমি এতো দ্রুত শেষ করিনি। মাত্র ৫ মাসের মধ্যেই সিনেমাটি সেন্সর ছাড়পত্রও পেয়ে গেছে এবং সবচেয়ে ভালো লেগেছে সেন্সর বোর্ড সদস্যদের কাছ থেকে সিনেমাটি নিয়ে দারুণ প্রশংসা পেয়ে। আমি সিনেমাটি নিয়ে আশাবাদী।’

এই নায়ক আরও বলেন, ‘এইসিনেমার প্রধান শক্তিই এর গল্প। অসাধারণ একটি প্লট নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। এতে কোনো নায়ক-নায়িকা নেই, আমিও এখানে নায়ক নই। যারা অভিনয় করেছেন তাদের প্রত্যেকটি চরিত্রই খুব গুরুত্বপূর্ণ। তিনটি গান আছে কিন্তু কোনো গানই প্রেম, ভালোবাসার নয়। একটি সংলাপও নেই যেখানে রোমান্স রয়েছে। কোনো ফাইটিং দৃশ্য নেই, কিন্তু টান টান উত্তেজনা রয়েছে, দর্শক ধরে রাখার শক্তি আছে গল্পে। ছবিটিকে নির্দিষ্ট কোনো ঘরানায় ফেলা যাবে না। সোশ্যাল ড্রামা রয়েছে, তবে পুরোটা জুড়ে নয়। মোটকথা একেবারেই ভিন্ন রকমের ভিন্ন গল্পের একটি সিনেমা।’

‘শেষ বাজি’তে নিজের চরিত্র নিয়ে সাইমন বলেন, ‘এই সিনেমাতে আমি একজন জুয়াড়ি। তবে কেন সে জুয়াড়ি হলো সেটি নিয়ে একটি ব্যাকগ্রাউন্ড স্টোরি রয়েছে। পরিচালক মেহেদী হাসান সুন্দরভাবে সেটি পর্দায় তুলে ধরেছেন। আমার বিশ্বাস ছবিটি দর্শকের মন জয় করবে।’

সিনেমাটির মুক্তি প্রসঙ্গে সাইমন বলেন, ‘প্রযোজক সিনেমার মুক্তি দিতে চেয়েছিলেন খুব দ্রুত। কিন্তু আমরা সবাই উনাকে পরামর্শ দিয়েছি যে, দেশের এমন রাজনৈতিক পরিবেশে সিনেমা মুক্তির চিন্তা পিছিয়ে দিতে। তাছাড়া জাতির জনক বঙ্গবন্ধুর বায়োপিক চলছে সারা দেশে। তার প্রতি সম্মান জানিয়ে হলেও সিনেমাটির মুক্তি পিছিয়ে দেওয়া উচিত।’

উল্লেখ্য, সাইমন সাদিক ও শিরিন শিলা ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, সাবেরী আলম প্রমুখ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭