ইনসাইড গ্রাউন্ড

দায়িত্ব নিতে পারলেন না মুশফিকও, ২৩ রানে ৩ উইকেট হাওয়া


প্রকাশ: 31/10/2023


Thumbnail

দলীয় ৬ ওভারে ২৬ রানে ৩ উইকেট নেই বাংলাদেশের। হারিস রউফের বলে খোঁচা দিয়ে রিজওয়ানের তালুবন্দী হলেন মুশফিক। তানজিদ তামিম, শান্তর পর চলে গেলেন অভিজ্ঞ ক্যাম্পেইনার মুশফিকুর রহিম।

দলীয় শূন্য রানে এলবিডব্লিউ হয়ে শূন্য রানে ফিরেছেন তানজিদ তামিম। উইকেট নিয়েছেন শাহীন শাহ আফ্রিদি। একই বোলারের তৃতীয় ওভারের চতুর্থ বলে শর্ট মিড উইকেটে উসামা মীরের দারুণ এক ক্যাচে পরিণত হয়ে আউট হন নাজমুল হোসেন শান্ত। তিনি ৩ বলে ৪ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটেন।  

শাহীন আফ্রিদির এই বলটি শরীর থেকে বেশ দূরে থেকে ঘুরিয়ে খেলেছিলেন শান্ত। শর্ট মিডউইকেটে উসামা মির ডানদিকে ঝুঁকে নিয়েছেন ভালো ক্যাচ। তৃতীয় ওভারে দ্বিতীয় উইকেট হারালো বাংলাদেশ দলীয় ৬ রানের মাথায়।

এটাই বাংলাদেশের বিশ্বকাপ মানচিত্র। শুরুতেই টপ অর্ডার ধ্বসে ধুকতে থাকবে।

বাংলাদেশ আজ এক পরিবর্তন নিয়ে আর পাকিস্তান নেমেছে ৩ পরিবর্তন নিয়ে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৭ ওভারে ২৭ রান করে ৩ উইকেট খুইয়েছে বাংলাদেশ।

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭