ইনসাইড বাংলাদেশ

১লাখ টাকায় শিশু ভাগনেকে বিক্রি, আটক ৩


প্রকাশ: 01/11/2023


Thumbnail

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার পাথর ঘাটা থেকে কৌশলে  অপহরণ করে  টাকার প্রয়োজনে ছোট ভাগনেকে বিক্রি করে দিয়েছেন মামা মামি মিলে।কিন্তু শেষ রক্ষা হলোনা। ধরা পড়তেই হলো পুলিশের হাতে।

 

জানাযায়,  ছোট্ট ভাগনেকে কৌশলে অপহরণ করে নিয়ে এক লাখ টাকায় বিক্রি করে দেন তারা।

 

এরপর হয়তো ভেবেছিলেন বেঁচে গেছেন এ যাত্রায়। কিন্তু তা হতে দেয়নি পুলিশ। সোমবার মামা-মামিকে গ্রেফতারের পর বেরিয়ে আসে অপহরণ ও বিক্রির তথ্য। এরপর উদ্ধার করা হয় শিশুটিকে। গ্রেফতার করা হয় আরো একজনকে।

 

 

গ্রেফতারকৃতরা হলেন নোয়াখালীর চরজব্বার উপজেলার মো. মোখলেছুর রহমানের ছেলে মজিদ ও তার স্ত্রী আরজু বেগম এবং নরসিংদী সদরের আব্দুল বাতেনের ছেলে আবুল কালাম। তারা সবাই বর্তমানে চট্টগ্রামের কর্ণফুলীতে থাকেন।

 

 

পুলিশ জানায়, শনিবার (২৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পাথরঘাটা ব্রিকফিল্ড রোডে একটি চায়ের দোকানের সামনে রাস্তার ওপর থেকে শিশু ইসমাইলকে কৌশলে অপহরণ করে নিয়ে যান মামা মজিদ। পরে মজিদ ও তার স্ত্রী মিলে শিশুটিকে নরসিংদীর এক নিঃসন্তান দম্পতির কাছে এক লাখ টাকায় বিক্রি করে দেন।

 

কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবীর বলেন, সোমবার (৩০ অক্টোবর) কর্ণফুলী থানার চর পাথরঘাটা এলাকা থেকে মজিদ ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যে শিশুটিকে উদ্ধার ও আরো একজনকে গ্রেফতার করা হয়। মামা-মামিসহ তিনজনকে আদালতে হাজির করা হলে সেখানে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা। শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেন আদালত। পরে গ্রেফতারকৃত তিনজনকে কারাগারে পাঠানো হয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭