ইনসাইড বাংলাদেশ

‌‌‘সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বাংলাদেশকে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাবেন’


প্রকাশ: 01/11/2023


Thumbnail

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন সায়মা ওয়াজেদ। এই ঘটনায় তাকে অভিনন্দন জানিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।

ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কন্যা এবং জাতির পিতার দৌহিত্র সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের একটি দিন। 

তিনি বলেন, আমরা চাই সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বাংলাদেশকে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাবেন এবং অটিজমসহ স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে এই অঞ্চলে আরও বেশি অবদান রাখতে পারবেন। তিনি বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের সম্মান বাড়িয়েছেন। দেশকে গর্বিত করেছেন। আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং অসংখ্য অসংখ্য অভিনন্দন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭