ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপে ডি ককের ৪ সেঞ্চুরি, বিশ্বকাপে সর্বোচ্চ রান


প্রকাশ: 01/11/2023


Thumbnail

চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা যেন ভারতের মাটিতে উড়ছে ডানা মেলে। কারণ একাধিক প্রোটিয়া ব্যাটারের ব্যাট যেন রান মেশিন। তাদের ব্যাট প্রতি ম্যাচেই হাসছে। এই দৌঁড়ে এগিয়ে আছেন কুইন্টন ডি কক। তিনি চলতি বিশ্বকাপে টানা ৪টি সেঞ্চুরি করলেন। সেই সাথে এই বিশ্বকাপে রান সংগ্রহের তালিকায় তিনি শীর্ষে।

এমনকি এক বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে বেশি রান সংগ্রহের তালিকাতেও তার নাম। সাবেক প্রোটিয়া অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে ছাড়িয়ে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ২০০৭ বিশ্বকাপে ৯ ইনিংসে ৪৮৫ রান করেছিলেন ক্যালিস। তাঁকে ছাড়িয়ে যেতে আজ ডি ককের দরকার ছিল ৫৫ রান।

 

নিউজিল্যান্ডের বিপক্ষে সেটা পেরিয়ে গেছেন তিনি। সব মিলিয়ে এবারের আসরে তাঁর রান ৫৪৫। ডি কক, ক্যালিসের পর তৃতীয় স্থানে আছেন সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

 

২০১৫ বিশ্বকাপে সাত ইনিংসে তিনি করেছিলেন ৪৮২ রান। ২০০৭ আসরে সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথের ব্যাট থেকে এসেছিল ৪৪৩ রান।

 

শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন সেঞ্চুরি। বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন ১৭৪ রানের বিধ্বংসী ইনিংস। সূত্র- ক্রিকইনফো



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭