ইনসাইড গ্রাউন্ড

২ সেঞ্চুরিতে দ.আফ্রিকার সংগ্রহ ৩৫৭


প্রকাশ: 01/11/2023


Thumbnail

কোনও ম্যাচেই থামানো যাচ্ছে না প্রোটিয়া রান মেশিন। প্রতি ম্যাচেই তিনশো প্লাস রান করে প্রতিপক্ষকে দারুণ চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। চলতি বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে ২ সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে ৩৫৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে দ.আফ্রিকা। এই ম্যাচে কুইন্টন ডি কক ও রাসি ভ্যান ডার ডুসেন সেঞ্চুরি তুলে নেন।

নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে প্রোটিয়ারা কিউইদের বিপক্ষে ৩৫৭ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন রাসি ভ্যান ডার ডুসেন। তিনি ১১৮ বলে ১৩৩ রান করেন। এসময় তিনি ৯টি চার ও ৫টি ছয়ের মার মারেন। এছাড়া ডি কক ১০টি চার ও ৩টি ছয়ে ১১৬ বলে ১১৪ রান করেন।

এছাড়া ডেভিড মিলার তার মারমুখী রোল প্লে করেন। তার ২ চার ও ৪টি ছয়ে ৩০ বলে ৫৩ রানের ইনিংসটিতে স্কোর বোর্ডে রান দ্রুত বাড়তে থাকে।

তবে কিউই ফিল্ডাররা শুরু থেকেই যেমন ঝাঁপিয়ে পড়ে বাউন্ডারি বাঁচিয়েছেন তেমনি বেশ কয়েকটি ক্যাচও ছেড়েছেন। এই ক্যাচ মিসই তাদের পেছনে ঠেলে দিয়েছে।

প্রথম পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে ৪৩ রান তুললেও পরের পাওয়ার প্লেতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা। দ্বিতীয় পাওয়ার প্লেতে মাত্র এক উইকেট হারিয়ে তোলে ১৯৫ রান।

ব্যাটারদের ঝড়ো ব্যাটিংয়ে ৪৫.৩ ওভারে ৩০০ রানের কোটা পূর্ণ হয়।

 

কোনও কিউই বোলারই প্রোটিয়াদের বিপক্ষে সুবিধা করতে পারেননি। দলের পক্ষে টিম সাউদি ১০ ওভারে ৭৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭