ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপ চলাকালে সাকিবের পর দেশে লিটন, কি কারণ?


প্রকাশ: 01/11/2023


Thumbnail

বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবি। চারদিকে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। ওপেনার লিটন দাস একেবারেই ধারাবাহিক নন ব্যাটে। ওপেনিং পার্টনারশিপ যেন এক দুঃখের ইতিহাস। এরই মধ্যে খবর হলো লিটন দাশ বিশ্বকাপের আসর থেকে বাংলাদেশে এসেছেন। পাকিস্তান ম্যাচের আগে অধিনায়ক সাকিবও দেশে এসেছিলেন।

বুধবার বিকেলে দেশে ফেরেন এই ডানহাতি ওপেনার।

 

বিসিবির একটি সূত্রে জানা গেছে, লিটন দাসের স্ত্রী সন্তানসম্ভবা। স্ত্রীর পাশে থাকতেই তিনি দেশে ফিরেছেন। পরিবারিক কারণ হওয়ায় বিসিবিও তাকে ছুটি দিয়েছে।

 

বাংলাদেশ বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। দিল্লিতে আগামী ৬ নভেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে। ওই ম্যাচ খেলতে দিল্লিতে পৌঁছেছে দল। আর লিটন এসেছেনে ঢাকা। সব ঠিক থাকলে লঙ্কা ম্যাচের আগে দলের ক্যাম্পে যোগ দেবেন লিটন।

 

টানা হারে বিশ্বকাপের শেষ চারে যাওয়ার আশা শেষ হয়েছে। অনিশ্চিত হয়ে পড়েছে, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাও।

 

ব্যাট হাতে বাংলাদেশ দলের বড় ভরসার জায়গা ছিলেন লিটন দাস। কিন্তু প্রত্যাশা মিটিয়ে পারফর্ম করতে পারেননি তিনি। আসরের ৭ ম্যাচে দুই ফিফটিতে তার ব্যাট থেকে এসেছে মাত্র ২২৫ রান। বিশ্বকাপের আগেও ছন্দে ছিলেন না তিনি। ১০ ইনিংসে ফিফটি পেয়েছিলেন মাত্র একটি।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭