ওয়ার্ল্ড ইনসাইড

বাংলাদেশিদের জন্য ভিসা স্থগিত করে দিল যে দেশ!


প্রকাশ: 02/11/2023


Thumbnail

এবার বাংলাদেশিদের জন্য ওমানের ভিসা স্থগিত করার খবর পাওয়া গেল। ভিসার অপব্যবহারের কারণে ওমান এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলামের আজ বৃহস্পতিবার বিষয়টি নিয়ে ওমান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে। তবে জানা গেছে ওমানকে তাদের এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানানো হবে।

মূলত, বিপুল টাকা খরচ করে যাওয়া বাংলাদেশি কর্মীরা মধ্যপ্রাচ্যের এই দেশটিতে ঠিকমতো কাজ না পাওয়ায় নিরুপায় হয়ে আইনসম্মত নয় এমন কাজ করেন। দেশটিতে বিদেশি কর্মীদের কর্মসংস্থানের পরিস্থিতি তেমন সুখকর নয়। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে গত দুই বছরে অন্তত তিন লাখ বাংলাদেশি কর্মী কর্মসংস্থানের উদ্দেশ্যে গেছেন। তবে কয়েক লাখ টাকা খরচ করে যাওয়া বাংলাদেশিরা ঠিকমতো কাজ পাচ্ছেন না। একরকম বাধ্য হয়েই তারা এসব কাজ করেছেন বলেই জানা গেছে।

ফলস্বরূপ, সামগ্রিকভাবে ভিসার অপব্যবহার ঠেকাতে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা দেওয়া স্থগিত করেছে ওমান।

কূটনৈতিক সূত্রে ওমান থেকে গতকাল বুধবার এসব কথা জানা গেছে। রয়্যাল ওমান পুলিশ (আরওপি) গত মঙ্গলবার থেকে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ রেখেছে। তবে গতকাল পর্যন্ত এ সিদ্ধান্তের কারণ জানায়নি।

অবশ্য, আজ বৃহস্পতিবার বিষয়টি নিয়ে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলামের আলোচনার কথা রয়েছে।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘ওমানে লোকজন নেওয়ার ব্যাপারে যে সুযোগ পাওয়া গিয়েছিল, মানব পাচারকারীরা তার অপব্যবহার করছেন। এর ফলে হয়তো ওমান ভিসা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের কর্মীরা দীর্ঘদিন ধরে দেশটিতে কাজ করছেন, এটি বিবেচনায় নিয়ে ওমানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানো হবে। এ ব্যাপারে রাষ্ট্রদূতকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।‘

এদিকে ওমানের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, চলতি বছরের ১০ মাসে অন্তত ১ লাখ ১০ হাজার বাংলাদেশি ওমানে গেছেন। এই মুহূর্তে ওমানে বিভিন্ন দেশের কর্মীর সংখ্যা প্রায় ২০ লাখ। যার মধ্যে বাংলাদেশি কর্মীই সর্বোচ্চ, প্রায় আট লাখ।

ভিসার অপব্যবহারের বিষয়ে জানতে চাইলে ওমান থেকে পরিচয় প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, ওমান কর্তৃপক্ষ সম্প্রতি প্রত্যেক তরুণের জন্য পাঁচজন করে বিদেশি কর্মী নিয়োগের অনুমতি দিয়েছে। এই সুযোগের অপব্যবহার করছে একশ্রেণির মানব পাচারকারী।

চাকরির সুযোগ আছে কিনা তা যাচাই না করেই তারা বাংলাদেশের লোকজনকে ওমানে নিয়ে যাচ্ছেন। ফলে কোথাও কোথাও কেউ কোনো কাজই পাচ্ছেন না।

কেউ কেউ এ কারণে পথঘাটে এমন সব কাজ করছেন, যা দেশটির প্রচলিত আইনে বিধিসম্মত নয়। কেউ কেউ আবার বাধ্য হয়ে অনৈতিক কাজে জড়াচ্ছেন। সব মিলিয়ে বাংলাদেশিদের এমন কর্মকাণ্ড ওমান কর্তৃপক্ষকে অসন্তুষ্ট করে তুলেছে।

যদিও আনুষ্ঠানিকভাবে কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি তবে ভিসার অপব্যবহারের জন্যই যে বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করা হয়েছে, সেটি ওমানের সাম্প্রতিক এ উদ্যোগে স্পষ্ট।

উল্লেখ্য, ওমানের মতো গুরুত্বপূর্ণ শ্রমবাজার বন্ধ হয়ে গেলে ধীরে ধীরে প্রবাসী আয়ে এর প্রভাব পড়তে শুরু করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন এ বিষয়ে বলেন, ‘নতুন কর্মী যেতে না পারলে পুরোনো যাঁরা আছেন, তাঁরাই প্রবাসী আয় পাঠাবেন। নতুন কর্মী গেলে বাড়তি প্রবাসী আয় পাঠানোর যে সম্ভাবনা তৈরি হয়, সেটি বন্ধ হয়ে যাবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭