ইনসাইড বাংলাদেশ

চট্টগ্রামে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/03/2018


Thumbnail

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চট্টগ্রাম পৌঁছেছেন। বুধবার বেলা সাড়ে ১০ টায় হেলিকপ্টার যোগে তিনি চট্টগ্রাম যান। এরপর সকালে ১১ টা ২০ মিনিটে বাংলাদেশ নৌবাহিনীর একাডেমিতে যান। এসময় নেভাল অ্যাকাডিম বঙ্গবন্ধু কমপ্লেএক্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এছাড়া নৌবাহিনীর ডকইয়ার্ডকে তিনি ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করবেন। বিকেল ৩ টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার পটিয়া আদর্শ স্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি ভাষণ দেবেন। এখানে ৪১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে।

প্রাধানমন্ত্রীকে স্বাগত জানাতে চট্টগ্রাম নগরী থেকে পটিয়া পর্যন্ত সড়কের দুই পাশে নানা রঙের পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে। অসংখ্য তোরণ তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চট্টগ্রামে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এবং বিভিন্ন স্তরের লোকজনের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

দলীয় সূত্র জানায়, আগামী নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী এ জনসভায় সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরবেন।


বাংলা ইনসাইডার/এএফ/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭