ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপে পাওয়ার প্লেতে লজ্জার রেকর্ড গড়লো শ্রীলঙ্কা


প্রকাশ: 02/11/2023


Thumbnail

ভারতের বোলিং তোপের কাছে দারুণভাবে কোণঠাসা হয়ে পড়েছে শ্রীলঙ্কা। এশিয়া কাপের ফাইনালেও রেকর্ড করে হেরেছিল শ্রীলঙ্কা। এবার এই দলটিই ভারতের কাছে আবার মিইয়ে গেল। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে প্রথম পাওয়ার প্লেতে সর্বনিম্ন রান ও বেশি উইকেট হারানোর রেকর্ড গড়ে ফেললো শ্রীলঙ্কা।

বিশ্বকাপের ৩৩তম ম্যাচে ভারতের বিপক্ষে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে করেছেন ১৪ রান।

চলতি বিশ্বকাপেই চেন্নাইতে এই রেকর্ড গড়েছিল ভারত। প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। প্রথম পাওয়ার প্লেতে ভারত ৩ উইকেট হারিয়ে রান করেছিল ২৭।

এর আগে সর্বোচ্চ উইকেট হারিয়েছিল পাকিস্তান। তারা ২০১৫ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ১৪ রান তুলতে ২ উইকেট হারিয়েছিল।

এবারের বিশ্বকাপেও এই ১৪ রানই করলো শ্রীলঙ্কা। তবে তারা উইকেটের দিক থেকে এ যাবৎকালের সর্বোচ্চ ৬ উইকেট হারিয়েছে।

পাওয়ার প্লেতেই লঙ্কানদের ধ্বসিয়ে দেওয়ার কাজটি করতে মূল ভূমিকা রাখেন দুই সিমার মোহাাম্মদ সিরাজ ও শামি। সিরাজ ৩ ও শামি ২ উইকেট নিয়ে লঙ্কান টপ অর্ডারকে বিদায় করে দিয়েছেন।

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭