ইনসাইড গ্রাউন্ড

৪২ বছর বয়সে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চান শোয়েব


প্রকাশ: 02/11/2023


Thumbnail

শেষবার আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন প্রায় দুই বছর আগে। এখন বয়স ৪২ ছোঁয়ার অপেক্ষায়। সেই শোয়েব মালিকই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার আগ্রহ প্রকাশ করেছেন। শুধু খেলাই নয়, পাকিস্তানের হয়ে বিশ্বকাপ জিততে চান এই অভিজ্ঞ অলরাউন্ডার।

 

সম্প্রতি পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমে এই ইচ্ছার কথা জানিয়েছেন মালিক। পিসিবির প্রস্তাবের অপেক্ষায় আছেন জানিয়ে মালিক বলেছেন, ‘আমি পাকিস্তানের হয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে চাই। আমার ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই। আমার বয়স যখন কম ছিল, তখনকার মতোই ফিট আমি।

 

পিসিবি যখনই আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি পাকিস্তানের হয়ে খেলার জন্য প্রস্তুত থাকব।’

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। তত দিনে মালিককে পাকিস্তান ক্রিকেট বোর্ড বিবেচনা করে কি না, সেটা বড় প্রশ্ন। এই মুহূর্তে মালিক জাতীয় দলে না থাকলেও, বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে দাপিয়ে খেলে বেড়াচ্ছেন।

 

ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে মালিকের বেশ কদরও আছে। সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান এই পাকিস্তান ব্যাটারের। ৫১৫ ম্যাচে ৩৬.২৫ গড়ে ১২৬৮৮ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১২৭.৬৮। এর সঙ্গে যোগ করুন ৭৯টি হাফসেঞ্চুরি।

 

পাকিস্তানের হয়ে ১২৪ টি-টোয়েন্টিতে ১২৫.৬৪ স্ট্রাইক রেটে ১৯৩৮ রান করেন মালিক।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭